এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই, তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে অভিনেত্রীর এমন অদ্ভুত নাচ দেখে হাসি থামাতেই পারছেন না নেটিজেনরা। এমনকি অভিনেত্রী নিজেও নিজের এই পাগলামি উপভোগ করছিলেন, তা তারা হাসি দেখেই স্পষ্ট হয়েছে। তবে বলাই বাহুল্য, নেটনাগরিকরাও অভিনেত্রীর এই পাগলামি পছন্দ করেন। উপভোগও করেন তাড়িয়ে তাড়িয়ে।তবে রাখি সাওয়ান্তের ভিডিওতে কটাক্ষজনক মন্তব্য করার লোকের অভাব নেই। এদিনও তার অন্যথা হয়নি। তার এই ভিডিওতে একাধিক কটাক্ষকারী মন্তব্য করেছেন। তবে সেই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া জানান নি অভিনেত্রী। কারণ এমন ট্রোলিং’এর শিকার প্রায় হয়ে থাকেন তিনি। কোনোকালেই এই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ রাখি সাওয়ান্ত। তবে সম্প্রতি রাখি সাওয়ান্ত যা করলেন, তা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে নেটিজেনদের।
সারা শরীরে বাসন বেঁধে নাচ রাখি সাওয়ান্তের, অভিনেত্রীর পাগলামি দেখে হাসছে গোটা নেটপাড়া
রাখি সাওয়ান্ত নিজের অদ্ভুত কাণ্ডকারখানার জন্য মিডিয়াতে প্রায়শই চর্চার আলোয় থাকেন। তার কথাবার্তা থেকে পোশাক-আশাক সবকিছু নিয়েই চর্চিত হন তিনি। 'বিগ বস' চলাকালীন হঠাৎ জানা গিয়েছিল তার বিয়ে হয়ে গিয়েছে।…

আরও পড়ুন