Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজীব সেন ও অভিনেত্রী চারুর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস নেটদুনিয়ায়, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সোশ্যালে ধরা দিলেন তার স্ত্রী অভিনেত্রী চারু চোপড়া। দুজনেই উষ্ণঘন এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যালে শেয়ার করায় নেটিজেনদের সমালোচনার…

Avatar

কৌশিক পোল্ল্যে: বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সোশ্যালে ধরা দিলেন তার স্ত্রী অভিনেত্রী চারু চোপড়া। দুজনেই উষ্ণঘন এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যালে শেয়ার করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। তাদের কীর্তিকলাপ নিয়ে যথেচ্ছ ট্রোল করা হয়। সামাজিক মাধ্যমে তাদের এই ছবি খারাপ আবহ তৈরি করতে পারে পরবর্তী প্রজন্মের সদ্য ইন্টারনেট ব্যবহারকারী নবীণদের মনে এমনটাই অভিমত ইউজারদের।

 
View this post on Instagram
 

Romancing the Swiss mountains ? with a passionate kiss ? #honeymoon #paradise #ilovemywife #myworld #zermatt

A post shared by Rajeev Sen (@rajeevsen9) on

কেন এমনটা করলেন তারা? শুধুই কি পাবলিসিটি! নাকি পিছনে কোনো গোপন রহস্য? এ বিষয়ে মৌনতা ভাঙলেন অভিনেত্রী নিজেই। চারু চোপড়া জানান, ছবি পোস্ট করার আগে তারা কোনোরকম আলোচনা করেননি। যা তার অনুভব করেন একে অপরের প্রতি সেটাই শুধু জানান দিয়েছেন। যখন তিনি দেখেন ছবি নিয়ে নানান খারার প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং নানান সমালোচনা তৈরি হচ্ছে পোস্ট ঘিরে, তখন বিষয়টি তিনি রাজীবের অগোচরে আনেন। তিনি না করার সত্ত্বেও রাজীব কেন ওই ছবি শেয়ার করল সেই নিয়েও বেজায় চটে যান অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
রাজীব সেন ও অভিনেত্রী চারুর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস নেটদুনিয়ায়, দেখুন ছবি

বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে খানিক কথা কাটাকাটি ও মনমালিন্যের সৃষ্টি হয়েছে যদিও সেটি এখন মিটে গিয়েছে। দাম্পত্য জীবনে এমনটা তো চলতেই থাকবে বললেন অভিনেত্রী। যদিও একটা বড়সড় প্রশ্ন তো রয়েই যায়, নগ্নতা নাকি আধুনিকতা! কোন দিকে এগিয়ে চলেছি আমরা? আধুনিকতা মানেই কি নিজেকে খোলামেলা ভাবে পাবলিক করা যায়? প্রশ্ন সমালোচকদের মনে।

About Author