Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবা হওয়ার খুশিতে ডগমগ রাজ, শুভশ্রীর গালে দিলেন ভালোবাসার চুম্বন

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই রাজ-শুভশ্রী আনন্দে আত্মহারা। নিজেদের একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এমনকি সন্তান হওয়ার পূর্ব মুহূর্তের নাচও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। তবে যেইমাত্র…

Avatar

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই রাজ-শুভশ্রী আনন্দে আত্মহারা। নিজেদের একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এমনকি সন্তান হওয়ার পূর্ব মুহূর্তের নাচও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। তবে যেইমাত্র য়ুভান ভূমিষ্ঠ হয় তখন থেকেই য়ুভানের ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ার প্রতিটা পেজে রাজ-শুভশ্রী ও য়ুভানের ছবি ঘোরাফেরা করছে।

এরই মধ্যে একটি স্মল ভিডিও বেশ সাড়া জাগিয়েছে। বাবা হওয়ার খুশিতে মিষ্টি চুম্বনে ভরিয়ে দিলেন রাজ শুভশ্রীর গালে। এ একেবারে ওপেন রোম্যান্স। চলুন দেখে নিই স্মল ক্লিপিংস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.facebook.com/SubhashreeGangulyFanClubHowrah/posts/2766035166949449

গোটা বিনোদন জগতের শুভেচ্ছা বার্তা নিয়ে রাজ-শুভশ্রী তাঁদের প্রত্যেকটা সময় উপভোগ করছে ছেলে য়ুভানের সঙ্গে।

বাবা হওয়ার খুশিতে ডগমগ রাজ, শুভশ্রীর গালে দিলেন ভালোবাসার চুম্বন

বাবা হওয়ার খুশিতে ডগমগ রাজ, শুভশ্রীর গালে দিলেন ভালোবাসার চুম্বন

শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করেন এবং পরিচয় করিয়ে দেন তাঁদের ছেলে Yuvaan Chakraborty র সঙ্গে। তিনি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all …।”

About Author