Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকডাউনের মধ্যে চলবে ট্রেন, ঘোষণা হল তারিখ

Updated :  Sunday, May 10, 2020 9:43 PM

লকডাউনের ফলে গত ২৫শে মার্চ থেকে বন্ধ আছে যাত্রাবাহী ট্রেন চলাচল। এবার বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা শুরু করে দিলো ভারতীয় রেল। রবিবার কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১২ই মে থেকে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চালানো শুরু হবে দেশ জুড়ে। সোমবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আপাতত ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে দেশ জুড়ে, এমনটাই জানানো হয়েছে। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

জানানো হয়েছে ট্রেন গুলি নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল এবং জম্মু তাওয়ি স্টেশনে যাবে। এই ট্রেনের টিকিট কেবলমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই বুকিং করা যাবে। এমনটাই জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে।

রেল স্টেশন থেকে কোনো টিকিট দেওয়া হবে না, টিকিট অনলাইনেই বুকিং করতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এর আগে রেলের তরফে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর কথা বলেছিল। এবার যাত্রীবাহী ট্রেন চালু করতে চলেছে রেল।