Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লোকাল ট্রেনে ভিড় কমাতে বিকল্প চক্ররেল, শীঘ্রই মিলতে পারে রেল পরিষেবা

কলকাতা : নিউ নর্মালে লোকাল ট্রেন চালু হলে ভিড় সামলাতে বিকল্প ব্যবস্থা হতে পারে চক্ররেল। জানা গিয়েছে সেক্ষেত্রে চাপ কমবে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের। আর সেই কারণেই চক্ররেলের জন্য বাড়ানো…

Avatar

কলকাতা : নিউ নর্মালে লোকাল ট্রেন চালু হলে ভিড় সামলাতে বিকল্প ব্যবস্থা হতে পারে চক্ররেল। জানা গিয়েছে সেক্ষেত্রে চাপ কমবে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের। আর সেই কারণেই চক্ররেলের জন্য বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যাও। আনলক-৪এ এক এক করে মেট্রো এবং স্কুল খোলার নির্দেশ পেলেও এখনি খুলবে না রেল পরিষেবা।

কলকাতা এবং শহরতলিতে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন৷ শিয়ালদহ এবং বিধান নগরের একাধিক যাত্রী যায় এই ট্রেনে তাই ভিড় না করে চক্র রেল বাড়ালে শহড়ের বিভিন্ন প্রান্তে পৌঁছানোও সম্ভব হবে বলে মত রেল কর্তাদের। তাতে সামাজিক দুরত্বও বজায় রাখা সম্ভব হবে। তার ফলে করোনা সংক্রমণও আগের থেকে বেশী ঠেকানো যাবে বলে জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা এবং শহরতলির রেল স্টেশনগুলিতে মেট্রো স্টেশনের মতো ভিড় নিয়ন্ত্রণ করার পরিকাঠামো নেই৷ তাই কবে থেকে রেল চলবে সেই নিয়ে প্রথম থেকেই থেকে গেছে জড়তা। কিন্তু এরাজ্যে রেলের দুটি শাখার পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখা রেল চালানোর কথা ভাবলেও তা কবে থেকে বাস্তবায়িত করা সম্ভব সেই নিয়ে এখনো কোন কথা হয়নি রাজ্য সরকারের সাথে।

দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি কিছুদিন আগেই জানান, “পুজোর আগেই লোকাল ট্রেন চালুর বিষয়ে ভাবনাচিন্তা চলছে। খুব শিগগিরই রাজ্যের সঙ্গে এবিষয়ে বৈঠক করা হবে। বৈঠক করার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি ভিড় এড়াতে মেট্রোর মতো লোকাল ট্রেনেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে রেল”।

About Author