Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনুশীলন শেষে রাহুল দ্রাবিড়ের সাথে ফটোসেশনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা, ছবি ভাইরাল

টি-টোয়েন্টি সিরিজের পর এবার টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আগামী ১২ই মার্চ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলের প্রথম…

Avatar

টি-টোয়েন্টি সিরিজের পর এবার টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আগামী ১২ই মার্চ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে মে একাধিক পরিবর্তন দেখা যাবে সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথম একাদশে কোনভাবেই অফ ফর্মে থাকা ক্রিকেটার সুযোগ পাবে না বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার পূর্বে গতকাল অনুশীলনে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেখানেই এক আলাদা মেজাজে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। অনুশীলন শেষে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ফটোসেশনে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যেখানে রাহুল দ্রাবিড়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিনায়ক রোহিত শর্মা, জয়ন্ত যাদব, রবীচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থকে দেখা গেছে। ভারতীয় ক্রিকেটারদের দলবদ্ধ এই ফটো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২২২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল ইন্ডিয়া। যেখানে ইনিংস পরাজয় ঘটেছিল শ্রীলংকার। ভারতীয় তাদের হয়ে রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল। ৫৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৭৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে সবকটি উইকেট হারায়। ইতিপূর্বে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল ভারত।

About Author