Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIDEO: ‘নয়া সি বোতাল লা’ অন স্টেজে গায়ে জল ঢেলে এমন নাচলেন রচনা তিওয়ারি, ঘায়েল হলেন অনুরাগীরা

শহরজুড়ে গরমের চোখ রাঙানি, রাতে যদি একটু উষ্ণ ভিডিও নিভৃতে দেখা যায় তাহলে মন্দ কি? মুখে যতই সৎ বচন আসুক না কেন, রাতের অন্ধকারে বেশ কিছু মানুষ রোম্যান্টিক ভিডিও উপভোগ…

Avatar

শহরজুড়ে গরমের চোখ রাঙানি, রাতে যদি একটু উষ্ণ ভিডিও নিভৃতে দেখা যায় তাহলে মন্দ কি? মুখে যতই সৎ বচন আসুক না কেন, রাতের অন্ধকারে বেশ কিছু মানুষ রোম্যান্টিক ভিডিও উপভোগ করেন। বিশেষত যারা ভোজপুরি বা হরিয়ানভি মিউজিক ভিডিওর ফ্যান অর্থাৎ নিয়মিত দর্শক, তাদের জন্য ইন্টারনেট ডেটার একটা বড় অংশ বরাদ্দ থাকে হরিয়ানভি বোল্ড ড্যান্স ভিডিওর পাতায়। ঠিক এই কারণেই বারবার পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে মাঝে মধ্যেই, যেমনটা নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রচনা তিওয়ারি’র (Rachna Tiwari)’নয়া সি বোতাল লা’ (Nai Si Botal La) মিউজিক ভিডিওটি।

সোশ্যাল মিডিয়াতে রচনা তিওয়ারি বেশ পরিচিত। এই কারণেই তার ভিডিওগুলি প্রকাশের মুহূর্তে তাৎক্ষণিক হিট হয়৷ এই মুহূর্তে রচনা হলেন হরিয়ানভি সঙ্গীত শিল্পের একজন সুপরিচিত নৃত্যশিল্পী। তিনি যেখানেই যান তার অভিনয় মানুষকে কাবু করে দেয়। তার উপস্থিতি উপস্থিত দর্শকদের মনে শিহরণ তোলে। ঠিক এই কারণে সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান জনপ্রিয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নৃত্যশিল্পী রচনা তিওয়ারি ‘নয়া সি বোতাল লা’ ভিডিওটি ফের বহু দর্শকদের মন জয় করেছে, কারণ এতে রয়েছে টানটান উত্তেজনা, কামুক দৃশ্য আর চটকদার মিউজিক। এই ভিডিওতে, তিনি একটি জমকালো স্যুট পরেছেন এবং তার নাচের সময় তিনি ভরা জলের বোতল দিয়ে খেলে খেলে স্টেজের তাপমাত্রা বাড়াচ্ছেন। গানের সাথে স্টেজের উপর নাচের সময় একের পর এক জলের বোতল থেকে জল নিজের শরীরে ঢালছিলেন তিনি। পাশাপাশি স্টেজের উপর উপস্থিত বাকি দর্শকরা তার নাচ দেখে ক্রমাগত টাকার বৃষ্টি করছিলেন তার উপর। তবে স্টেজের উপর এত ভিড়ের মাঝেও তিনি নাচ থামাননি। তার উদ্দাম নাচ রীতিমতো নজর টানছিল দর্শকদের।

ইদানিং অবশ্য নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। মানুষ একান্তে উপভোগ করেন এই ধরনের বোল্ড উদ্দ্যাম নাচের দৃশ্য, ঠিক যেমনটা রচনা তৈরি করেছেন তার উষ্ণ আবেদন দিয়ে। দেখুন ভিডিওটি।

About Author