Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাচের মাঝে সালোয়ার তুলে বোল্ড কায়দায় অঙ্গভঙ্গি করলেন রচনা তিওয়ারি, বাচ্চাদের সামনে এই ভিডিও দেখবেন না

Updated :  Thursday, November 9, 2023 5:27 PM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন রচনা তিওয়ারি। অনেকে তো এমন কথাও বলছেন যে হরিয়ানভি ড্যান্স দুনিয়াতে স্বপ্না চৌধুরী আসতে আসতে ফিকে হয়ে যাচ্ছেন। সেই জায়গা দখল করছে এই রচনা তিওয়ারি।

রচনা তিওয়ারির সেক্সী কায়দায় ড্যান্স পছন্দ হয় সকলের। তাই তিনি কোথাও স্টেজে পারফরম্যান্স করতে গেলে হাজার হাজার মানুষ উপস্থিত হন। তাঁর বোল্ড কায়দা ও দমদার পারফরম্যান্স ব্যাপক পছন্দ হয় সব বয়সের মানুষদের। তাঁর পারফরম্যান্সের সময় টাকার বৃষ্টি করেন অনেক মানুষ। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় উপচে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে রচনা তিওয়ারিকে হরিয়ানভি গান ‘তেরি নাচাই নাচু’ গানের তালে তুমুল নাচ করতে দেখা গেছে। গানের মাঝে তিনি সালোয়ার তুলে শরীর দেখাচ্ছিলেন। ‘রচনা তিওয়ারি সোনটেক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই ৩ মাস আগে রচনা তিওয়ারির এই নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ৪ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন।