Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ওডিয়া দাদাগিরির মঞ্চে বিশেষ অতিথি রচনা ব্যানার্জী, জোর গলায় প্রিয় জুটির নাম বললেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, January 30, 2022 2:18 PM

দাদাগিরি আনলিমিটেড রিয়্যালিটি শোয়ের জগতে অন্যতম জনপ্রিয় একটি গেম রিয়্যালিটি শো। দাদাগিরি বললেই আমাদের সবার প্রথম যার মুখটা মনে পড়ে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। তর সঞ্চালনা ছাড়া দাদাগিরি একেবারেই অসম্পূর্ণ। তবে অন্যদিকে জি ওডিয়াতেও দাদাগিরি অনুষ্ঠিত হয়। সেখানে সঞ্চালক হিসেবে দেখা যায় ওডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুভব মোহান্তিকে। সম্প্রতি সেই ওডিয়া দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সকলের প্রিয় রচনা ব্যানার্জী।

উল্লেখ্য, টলিউডের পাশাপাশি ওডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রচনা ব্যানার্জী। ওডিয়া ভাষায় একাধিক হিট জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তিনি বাঙালি দর্শকদের পাশাপাশি ওডিয়া দর্শকদেরও খুব পছন্দের, তা আর বলার অপেক্ষা রাখে না। ওডিয়া দাদাগিরির মঞ্চেই অনুভব মোহান্তির প্রশ্নেই বিপাকে অভিনেত্রী। সম্প্রতি আসন্ন সেই এপিসোডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। জি ওডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে প্রোমোটি।

সম্প্রতি ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, দাদাগিরি ওডিয়ার সঞ্চালক মঞ্চে সকলের সামনেই অভিনেত্রীকে প্রশ্ন করেন, তার প্রিয় জুটি সিদ্ধান্ত-রচনা নাকি শাহরুখ-কাজল! অনুভবের এই প্রশ্নে কিছুক্ষণের জন্যে হলেও থমকে গিয়েছিলেন অভিনেত্রী। এরপরে তিনি জোর গলায় সকলের সামনে জানান তার প্রিয় জুটি সিদ্ধান্ত-রচনা। নিজের ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই উত্তরে বেজায় খুশি সকলেই, তা স্পষ্ট। আপাতত আসন্ন এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন ওডিয়া দর্শকরা।