Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাঁটুর ওপরে ড্রেস, ৪৬ বছর বয়সে নতুন লুকে আগুন ঝরাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়

অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee) নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন।  যে কোন পোশাকই সহজে ক্যারি করতে পারেন রচনা।   সম্প্রতি তিনি নীল শর্ট ড্রেসে ক্যামেরাবন্দি হলেন। তার সঙ্গে মানানসই করে…

Avatar

অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee) নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন।  যে কোন পোশাকই সহজে ক্যারি করতে পারেন রচনা।   সম্প্রতি তিনি নীল শর্ট ড্রেসে ক্যামেরাবন্দি হলেন। তার সঙ্গে মানানসই করে রচনা পরেছিলেন নীল রঙের কারুকার্য করা ওয়েজেস এবং স্টাইলিশ সানগ্লাস।  রচনার এই ছবিটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রচনা লিখেছেন, তিনি স্বাধীনভাবে পথ চলতে পছন্দ করেন।

গত বছর বন্ধুর বার্থডে পার্টির সেলিব্রেশনে রীতিমত বলিউড স্টাইলে নেচে ইন্সটাগ্রাম রিল তৈরী করে পোস্ট করেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।  রচনার এই রিলটি যথেষ্ট ভাইরাল হয়েছিল ।  এর আগেও নিজের বার্থডে পার্টিতে ‘রানী মাল ফুক ফুক লে’ গানের সঙ্গে নেচে তুমুল ভাইরাল হয়েছিলেন রচনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree Roy)- কে শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।

রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।

About Author