Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর মুখেই রিলিজ তানি মুনি-র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

সোশ্যাল মিডিয়ায় যমজ বোন তানি মুনি এখন বেশ জনপ্রিয়। লক ডাউনে একের পর এক গান গেয়ে এই দুই মেয়ে জমিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। মাত্র ৬ বছর বয়সেই সুরেলা কণ্ঠে…

Avatar

সোশ্যাল মিডিয়ায় যমজ বোন তানি মুনি এখন বেশ জনপ্রিয়। লক ডাউনে একের পর এক গান গেয়ে এই দুই মেয়ে জমিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। মাত্র ৬ বছর বয়সেই সুরেলা কণ্ঠে একের পর এক রবীন্দ্রসঙ্গীত উপহার দিয়েছে এই দুই ক্ষুদে। এঁদের আসল নাম শ্রেয়া দত্ত আর সৃস্টি দত্ত। ঠাকুমা ভালবেসে দুই বোনের নাম দিয়েছিলেন তানি আর মুনি।

পুজোর মুখেই রিলিজ তানি মুনি-র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফেসবুক ও ইউটিউবে আপলোড করা এঁদের প্রত্যেকটা গান বেশ ভাইরাল হয়। একদম ছোট অবস্থা থেকে এই দুই বোন তাঁদের বাবার কণ্ঠের গান শুনে শুনে প্র্যাকটিস করত। পরে সেই গান ইউটিউব আর ফেসবুকে পাবলিশ করা হয়। বর্তমানে এই দুই নাবালিকা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। মধ্যমগ্রামের দত্ত পরিবারের এই দুই ক্ষুদে এবার হাজির হয়েছে জনপ্রিয় রবীন্দ্র সংগীত “ফুলে ফুলে ঢলে ঢলে” এর সঙ্গে। “হৃদয়ের রং” নামক একটি ফেসবুক পেজে তাদের এই গানের ভিডিও আপলোড করা হয়েছে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়।

https://www.youtube.com/watch?v=tQd_zCgWS7E&ab_channel=TaniMuni

তানি মুনি যখনই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয় তখনই নানান রকম বেশে সেজে ওঠে। এবারে ওঁরা সেজেছে লাল এবং অন্যজন নীল রঙের শাড়িতে। দুইজনের গলায় ও খোঁপায় জুঁই ফুলের মালা।

About Author