Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজের করা রান আউট বারবার দেখতে চাই, তৃপ্ত সুরে বললেন জাদেজা

সিডনি: নিজের করা রান আউটে (Run Out) তৃপ্ত রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)। বার বার তিনি দেখতে চান সেই ভিডিও। সিডনির (Sydney) মাঠে ফের ম্যাজিক ছড়ালেন ভারতের প্রিয় ‘জাড্ডু’। সিডনির মাঠে…

Avatar

সিডনি: নিজের করা রান আউটে (Run Out) তৃপ্ত রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)। বার বার তিনি দেখতে চান সেই ভিডিও। সিডনির (Sydney) মাঠে ফের ম্যাজিক ছড়ালেন ভারতের প্রিয় ‘জাড্ডু’। সিডনির মাঠে চার উইকেট নিয়ে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে (Australia) ভাঙলেও ম্যাজিক সেটা নয়। তার থেকেও বড় ম্যাজিক তিনি আজ দেখিয়েছেন। আর সেটা সেই বিভাগে যাতে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন। তা হল ফিল্ডিং।

যাকে টুকরো টুকরো খেলোয়াড় আখ্যা দিয়েছিলেন প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মঞ্জরেকর। তবে স্বপ্নের ফর্মে থাকা জাদেজা যে দলের জন্য কেন অপরিহার্য তা ফের বুঝিয়ে দিলেন। স্কোয়ার লেগ থেকে ডিরেক্ট থ্রোয়ে ফিরিয়ে দিলেন স্মিথকে। নিজের করা এমন রান আউট বার বার দেখতে পারেন বলে ম্যাচ শেষে জানালেন স্বয়ং জাডেজা।সিডনিতে শুক্রবার ৪ উইকেট নিয়েছেন জাডেজা। বলা ভাল ৫ উইকেট। কারণ স্মিথের রান আউটের কৃতিত্বটাও তাঁরই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ম্যাচ শেষে জাডেজা বলেন, “এটাই আমার করা সেরা রান আউট। বার বার দেখব এই আউটের ভিডিয়ো। ৩০ গজ দূর থেকে ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভাঙার একটা যেন আলাদা তৃপ্তি রয়েছে।” এই রান আউটের তৃপ্তি যেন ভুলিয়ে দিয়েছে ম্যাচে ৪ উইকেট নেওয়ার কৃতিত্বও। জাডেজা বলেন, “৩-৪টে উইকেট নেওয়া ঠিক আছে, কিন্তু এই রান আউটের মুহূর্তটা আমার সঙ্গে থেকে যাবে।” প্রসঙ্গত আজ সেঞ্চুরি করে নিজের ফর্ম ফিরে পাওয়া স্মিথ টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করার সময় সংহার মূর্তি ধারণ করেন। দ্রুতগতিতে রান তুলতে থাকেন। পরে স্টার্ককে ফিরিয়ে দিলেও স্মিথকে থামাতে পারছিলেন না জাডেজারা।

বাকি ব্যাটসম্যানদের উইকেট উল্টো দিক থেকে পড়তে থাকলেও স্মিথ রান তুলে যাচ্ছিলেন স্বচ্ছন্দে। তাঁকে থামাতে জাডেজার এই অবিস্মরণীয় থ্রোই বোধ হয় ছিল এক মাত্র উপায়। স্মিথ আউট হতেই শেষ হয় ক্যাঙ্গারুদের প্রথম ইনিংস। সেই সঙ্গে সিদনি টেস্টে ভারতকে লড়াইয়ে রেখে দিলেন রাজপুত জাদেজা।

About Author