Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরে গৃহবন্দী মানুষ, দোকান থেকে খাবার নিয়ে আসছে কুকুর, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - সারা বিশ্ব যখন আতঙ্কিত করোনা ভাইরাসের আতঙ্কে তখন এই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের একটাই রাস্তা সামাজিকভাবে দূরত্ব বজায় রাখা। তবে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি। খুব দরকারী…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – সারা বিশ্ব যখন আতঙ্কিত করোনা ভাইরাসের আতঙ্কে তখন এই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের একটাই রাস্তা সামাজিকভাবে দূরত্ব বজায় রাখা। তবে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি। খুব দরকারী প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে মেক্সিকো শহরের একজন ভদ্রলোক খুব ভালো একটা আইডিয়া মাথা থেকে বার করেছেন।

তিনি তার পোষা কুকুরের গলায় বেঁধে দিয়েছেন একটি চিঠি। যাতে লেখা আছে তার প্রিয় খাবারের কথা। আর কুকুরটিও দিব্যি সেই কাগজ নিয়ে চলে যাচ্ছে দোকানে। বুদ্ধিটা কিন্তু খারাপ না আপনার বাড়িতেও যদি পোষা কুকুর থাকে আর সে যদি আপনার পাশের দোকানের ঠিকানাটা জানে তাহলে তাকেও এরকম করতে পারেন। কুকুর যেহেতু প্রভুভক্ত জীব, তাই সে প্রভুর কথা অমান্য করবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেখানে অবশ্য লেখা ছিল যে ‘দোকানি মহাশয়, আমার কুকুর থেকে আমি পাঠালাম, দয়া করে তাকে ওরেঞ্জ চিট্টোস দিন, লালটা দেবেননা, লালটা ভীষণ ঝাল। তবে সাবধান আমার কুকুরের সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, তাহলে সে কিন্তু কামড়ে দেবে। কুকুরটির কলারেই এর দাম দেওয়া রইল’।

বাড়িতে থাকতে থাকতে মানুষের মাথা থেকে নানান ধরনের আইডিয়ার উদ্ভব হচ্ছে, কেউ কেউ নিজের পুরনো প্রতিভা একটু শান দিয়ে নিচ্ছেন, কেউবা আবার ঘরের কাজে একে অন্যকে সাহায্য করছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, বাচ্চারাও একই সঙ্গে বাড়ির প্রত্যেকটা মানুষকে কাছে পেয়ে তারাও আনন্দ পাচ্ছে।

আপনিও বাড়িতে থেকে বোর না হয়ে নানান রকমের কাজ করতে পারেন, যা এতদিন ভেবেছেন করে আসবেন কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তা আপনি আবার করে নতুন করে শুরু করতেই পারেন। করোনার আতঙ্কে হঠাৎ করে যখন এমন আচমকা একটা ছুটি পাওয়া গেছে, তাই ভয়ে কুঁকড়ে না থেকে নিজের প্রতিভার বিকাশ করুন। দেখবেন মন ভালো থাকবে। এবং আপনার সঙ্গে থাকা আর পাঁচটা মানুষও ভালো থাকবে।

About Author