Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুরুলিয়ার মানুষ লোকাল ট্রেনের উপর নির্ভরশীল নয়, বিতর্ক উস্কে দিলেন দিলীপ

Updated :  Thursday, January 7, 2021 10:27 PM

আনলক পর্ব থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেশ কিছু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন চলতে শুরু করেছে আদ্রা ডিভিশনে। তবে এই পরিষেবা অত্যন্ত কম পরিমাণে চালানো হচ্ছে বলে অনেকে দাবি করছেন। এবারে এই ট্রেন পরিষেবা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh)। তিনি বললেন, পুরুলিয়ার মানুষেরা ট্রেন পরিষেবার উপরে ততটা নির্ভরশীল নয়।

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন, দীলিপবাবু পুরুলিয়া মানুষের জীবন যাপন এবং তাদের প্রয়োজন অপ্রয়োজন নিয়ে কিছু জানেন না। এদিন পুরুলিয়া শহরের সাহেব বাঁধ এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ। বাসিন্দারা তাকে সরাসরি অভিযোগ জানালেন, ট্রেন পরিষেবা অত্যন্ত কম।সেই নিয়ে তিনি সেখানকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন বলেও জানা গিয়েছে। পরে সাংবাদিকদের দিলীপ ঘোষ বললেন,” পুরুলিয়ার মানুষ লোকাল ট্রেনের উপর ততটা নির্ভরশীল নয়। তার এই মন্তব্যের পর মাঠে নেমেছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতি পুরুলিয়ার বাস্তব সমস্যা বোঝেন না।

এদিকে রেল সূত্রে খবর, আদ্রা ডিভিশনে লকডাউন এর আগে লোকাল ট্রেনের সংখ্যা ছিল ৫০। কিন্তু নক্ ডাউন এর পরে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৬তে। বাঁকুড়ার সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া (Basudeb Acharya) থেকে পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতো (Nepal Mahato) সকলে দীলিপবাবুর এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন। তাদের সকলের দাবি,” দীলিপবাবু পুরুলিয়াকে চেনেন না। তাই তিনি এরকম কথা বলছেন।”

তবে পরবর্তীকালে চাপে পড়ে দীলিপবাবু ব্যাখ্যা দিয়েছেন,” সাধারণ মানুষের জীবন যাপনের লোকাল ট্রেনের গুরুত্ব আছে। এই কারণে কেন্দ্রীয় সরকার সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রতিমাসে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত চাপে পড়ে তিনি তার ভুল সংশোধন করেছেন।