Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেবি শাওয়ার অনুষ্ঠান কেমন ভাবে সেলিব্রেট করলেন পূজা বন্দ্যোপাধ্যায়? রইল ছবি

Updated :  Tuesday, September 15, 2020 5:14 PM

এই লক ডাউনে একের পর এক গুডনিউজ আসতে শুরু করে। তেমনই ঠিক কিছুদিন আগেই গুডনিউজ দিয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন দম্পতি পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল বর্মা। স্বামীর সঙ্গে ‘বেবি বাম্পের’ ছবি শেয়ার করেছিলেন পূজা।আর তাতেই অভিনন্দনে ভেসে গেল পূজার ইনস্টাগ্রাম পেজ।

আবারও শেয়ার করলেন বেবিশাওয়ার অনুষ্ঠানের ছবি। হিন্দিতে যাকে বলে Godh Bharai Ceremony আর বাংলায় Sadh celebration। অভিনেত্রী তাঁর এই সাধের অনুষ্ঠান বেশ জাঁকজমক ভাবেই করেছেন। পরিবারের সকলকে নিয়ে বন্ধুবান্দব্দের সঙ্গে জমিয়ে সেলিব্রেট করলেন সাধের অনুষ্ঠান। চলুন দেখে নিই পূজার সাধের অনুষ্ঠানের ছবি।

বেবি শাওয়ার অনুষ্ঠান কেমন ভাবে সেলিব্রেট করলেন পূজা বন্দ্যোপাধ্যায়? রইল ছবি

বেবি শাওয়ার অনুষ্ঠান কেমন ভাবে সেলিব্রেট করলেন পূজা বন্দ্যোপাধ্যায়? রইল ছবি

কাটেন বিভিন্ন ধরনের কেক। হ্যাঁ কেকটি বেশ অভিনব স্টাইলেই বানিয়ে আনেন কুনাল বর্মা। যা দেখে পূজা আচ্ছা করে কান মলে দেন কুণালের।

বেবি শাওয়ার অনুষ্ঠান কেমন ভাবে সেলিব্রেট করলেন পূজা বন্দ্যোপাধ্যায়? রইল ছবি

বেবি শাওয়ার অনুষ্ঠান কেমন ভাবে সেলিব্রেট করলেন পূজা বন্দ্যোপাধ্যায়? রইল ছবি

ব্যাস এইভাবেই ধূমধাম করে সাধের অনুষ্ঠান পালন করলেন পূজা। অভিনেত্রী পূজার এই ছবি পোস্ট করতেই অসংখ্য শুভেচ্ছা পান অভিনেত্রী।