Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উত্তরপ্রদেশে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪, আহত বহু

Updated :  Saturday, December 21, 2019 1:04 PM

উত্তরপ্রদেশ : শুক্রবার উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন প্রায় ১৪ জন নিহত হয়েছেন। আনুমানিক ১৫০ জনকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে রাজ্যের অশান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্যে কড়া নির্দেশ দিয়েছেন। প্রশাসনের তরফ থেকে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।

নিহতদের মধ্যে চারজন মিরাট, দুজন সম্বল, বিজনরের দুজন, কানপুরের দুজন এবং লখনউ, ফিরোজাবাদ ও মুজাফফরনগরের একজন করে রয়েছেন।

আরও পড়ুন : প্রতিবাদের ভাষা এরকম? প্রধানমন্ত্রী ছবির উপর দিয়ে হাঁটছেন SFI সদস্যরা

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। বিভিন্ন জায়গায় জারি হয় ১৪৪ ধারা। এরপরেও বিক্ষোভকারীরা পথে নামলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পরিস্থিতি শান্ত করার জন্যে প্রশাসনিক কর্তারা যথেষ্ট চেষ্টা করে চলেছেন।