Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শরীর থেকে চুইয়ে পড়ছে জল, প্রিয়ামণির হট লুক ভাইরাল হল নেটদুনিয়ায়

Updated :  Monday, February 1, 2021 2:55 PM

অভিনেত্রী প্রিয়ামণি( priyamani) মানেই একরাশ উষ্ণতা। প্রিয়ামণি নিজেও নিজেকে সেভাবেই পেশ করতে পছন্দ করেন। সম্প্রতি তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে তাঁকে দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজতে। তাঁর বৃষ্টিভেজা সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ামণির এই ছবিটি তুমুল ভাইরাল হয়েছে।

শরীর থেকে চুইয়ে পড়ছে জল, প্রিয়ামণির হট লুক ভাইরাল হল নেটদুনিয়ায়

প্রিয়ামণির সম্পূর্ণ নাম প্রিয়া বাসুদেব মণি আইয়ার (priya Basudeb mani ayer)। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি প্রিয়ামণি নামেই পরিচিত। 2002 সালে তেলেগু ফিল্ম ‘এভারে এতাগাদু’ -র মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেন প্রিয়ামণি। কিন্তু ফিল্মটি বাণিজ্যিক সাফল্য পায়নি। 2007 সালে তামিল ফিল্ম ‘পারুথিভিরাণ’-এ অভিনয় করে প্রিয়ামণি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর এস.এস. রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত কমেডি ফিল্ম ‘যমাদোঙ্গা’-তে অভিনয় করে নিজের ভার্সেটাইল অভিনয়শৈলী প্রমাণিত করেন প্রিয়ামণি। মণি রত্নম (Mani Ratnam) পরিচালিত হিন্দি ফিল্ম ‘রাবণ’ ও ফিল্মটির তামিল ভার্সন ‘রাবণন’-এ প্রিয়ামণির অভিনয় প্রশংসিত হয়েছিল। প্রিয়ামণির আগামী ফিল্ম ‘নারাপ্পা’ চলতি বছরের 14ই মে মুক্তি পেতে চলেছে।

শরীর থেকে চুইয়ে পড়ছে জল, প্রিয়ামণির হট লুক ভাইরাল হল নেটদুনিয়ায়

রামগোপাল বর্মা (Ramgopal verma) পরিচালিত হিন্দি ফিল্ম ‘রক্তচরিত্র-2′ তে অভিনয় করে ফিল্ম ক্রিটিকদের কাছে প্রশংসিত হন প্রিয়ামণি। 2014 সালে ‘পেটা'(PETA)-এর একটি অ্যাড ক্যাম্পেন করেন প্রিয়ামণি। এমনকি তিনি চিড়িয়াখানায় প্রাণীদের খাঁচায় বন্দী রাখার বিরোধিতা করেন। 2017 সালের 23 শে অগস্ট ইভেন্ট অর্গানাইজার মুস্তাফা রাজ (Mustafa Raj)-কে বিয়ে করেন প্রিয়ামণি।