মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সোমবার রাস্তায় নামবে বেসরকারি বাস

Advertisement

Advertisement

অবশেষে সোমবার রাস্তায় নামছে বেসরকারি বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হুঁশিয়ারির পর সুর নরম করল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। পরিবহন দফতরের চাপ ও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর সোমাবর রাস্তায় বাস নামলেও ভাড়া বাড়ানোর দাবি থেকে পিছু হটছেন না বলে জানিয়েছে সংগঠনগুলি। গত শুক্রবার বৈঠক বসে এবং সেকানে বেসরকারি বাস সংগঠনের মালিকদের বৈঠকে আলোচনা হয়।

Advertisement

ক্রমে স্বাভাবিক না হলেও আস্তে আস্তে ছন্দে ফিরছে বেসরকারি বাস পরিষেবা। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী সোমবার থেকে রাস্তায় নামবে কিছু বেসরকারি বাস। গত শুক্রবার রাস্তায় কিছু বাস নামে। যার ফলে অফিস টাইমে কিছু অতিরিক্ত বাসের জন্য চাপ কিছুটা কমে। তবে আগামী সোমবার থেকে রাস্তায় বাস নামলেও ভাড়া বৃদ্ধি করার পক্ষেই হাটছে সংগঠন।

Advertisement

রকারি অনুদান নিতে তাঁরা রাজি নন। বাস চালানোর কোনো দায়িত্ব নেতারা নিচ্ছেন না। বাস সংগঠনের দায়িত্ব মালিকদের উপরই দেওয়া হচ্ছে। তবে সোমবার থেকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট রাস্তায় বাস নামালে অফিস টাইমের চাপ কিছুটা সামাল দেওয়া যাবে।

Advertisement

Recent Posts