Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Enfield Shotgun 650: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল নতুন রয়েল এনফিল্ডের দাম, জানুন বিস্তারিত

সারা ভারতবর্ষ ধরে এখন চলছে উৎসবের মরশুম। আর এই আর এই সুযোগে একের পর এক গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের লেটেস্ট বাইক লঞ্চ করেছে। মূলত, উৎসবের মরশুমে গাড়ির চাহিদা তীব্র হয়ে…

Avatar

সারা ভারতবর্ষ ধরে এখন চলছে উৎসবের মরশুম। আর এই আর এই সুযোগে একের পর এক গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের লেটেস্ট বাইক লঞ্চ করেছে। মূলত, উৎসবের মরশুমে গাড়ির চাহিদা তীব্র হয়ে ওঠার কারণে বেশিরভাগ কোম্পানি নিজেদের অত্যাধুনিক বাইক লঞ্চ করে থাকে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে নিজেদের বুলেট শটগান 650 চালু করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে রয়েল এনফিল্ডের এই শক্তিশালী বাইক।

যদিও Enfield Shotgun 650cc বাইকের বিক্রয় মূল্য কত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে গোপনে বাজার সেরা এই বাইকের বিক্রয় মূল্য প্রকাশ্যে এসেছে। যা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের প্রকাশিত খবর অনুসারে, ভারতের বাজারে Enfield Shotgun 650cc বাইকের বিক্রয় মূল্য 4.35 লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, সর্বমোট 25 ইউনিট গাড়ি বিক্রি করবে রয়েল এনফিল্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজকের নিবন্ধে যদি ভারতের বাজারে লঞ্চ হতে চলা বাইকটির অবিশ্বাস্য ফির্চাসের কথা বলি তবে আমরা আপনাকে জানিয়ে রাখি, এই বাইকটিতে একটি 648cc ডাবল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বচ্চো 47 bhp শক্তি এবং 52 Nm টর্ক জেনারেট করে। তাছাড়া Enfield Shotgun 650cc বাইকের এই ইঞ্জিনটি 6 স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য শক্তিশালী এই বাইকে ডুয়াল চ্যানেল ABS এর পাশাপাশি উভয় চাকায় ডিস্ক ব্রেকও দেওয়া হয়েছে।

About Author