Categories: দেশনিউজ

মধ্যবিত্তদের জন্য সুখবর, আরও একবার কমলো সোনার দাম

Advertisement

Advertisement

সোনা কে না ভালোবাসে, তবে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় তা দিনদিন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। কয়েকদিন আগে সোনার দাম বৃদ্ধি পেলেও মঙ্গলবার সকাল সকাল ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কমে গেল। যাদের সামনেই বিয়ে তাদের জন্য এটি একটি দারুণ সুখবর বললে ভুল হয় না।

Advertisement

গত বৃহস্পতিবার থেকে সোনার দাম কিছুটা কমলেও রবিবার সোনার দাম বৃদ্ধি পায়। সোমবার সোনার দাম তুলনামূলকভাবে বেশি থাকলেও মঙ্গলবার সকাল থেকেই সোনার দর নেমে গেছে। সোমবার ও মঙ্গলবারে সোনার দরটি তুলনামূলক ভাবে দেখলে বোঝা যাবে কতটা দাম কমেছে। সোমবার ২২ ক্যারেট সোনার দাম – ১ গ্রাম ৩৯৪০ টাকা,৮ গ্রাম ৩১৫২০ টাকা, ১০ গ্রাম ৩৯৪০০ টাকা, ১০০ গ্রাম ৩৯৪,৯০০ টাকা।

Advertisement

আরও পড়ুন : এক সপ্তাহে ১৫০০ টাকা কমলো সোনার দাম, নতুন দাম কত হল

Advertisement

সোমবার ২৪ ক্যারেট সোনার দাম – ১ গ্রাম ৪০৮০ টাক,৮ গ্রাম ৩২৬৪০ টাকা,১০ গ্রাম ৪০৮০০ টাকা, ২০০ গ্রাম ৪০৮০০০ টাকা। যেখানে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম- ১ গ্রাম ৩৯১২ টাকা,৮ গ্রাম ৩১,২৯৬ টাকা, ১০ গ্রাম ৩৯১২০ টাকা,১০০ গ্রাম ৩৯১২০০ টাকা। মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম – ১ গ্রাম ৪০৬২ টাকা, ৮ গ্রাম ৩২৪৯৬ টাকা, ১০ গ্রাম ৪০৬২০ টাকা, ১০০ গ্রাম ৪০৬২০০ টাকা।

Recent Posts