সন্তানসম্ভবা সাইফ পত্নী করিনা কাপুর খান। ২০১৬ তে সাইফ-করিনার ঘরে এসেছিল তৈমুর, এইবার আবারও নতুন সদস্যের জন্য দিন গুনছেন এই সেলেব দম্পতি। তবে এবার আর পুত্র সন্তান চাননা অভিনেত্রী। কন্যা সন্তানের জন্য অপেক্ষা করছেন বেবো। সম্ভবত আগামী বছরের শুরুর দিকে মা হবেন তিনি। সালটা ২০১৬, তখন করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলে না মেয়ে, কী চান তিনি? এর জবাবে বেবো জানিয়েছিলেন, ছেলে হোক বা মেয়ে, তাঁর বা সইফের তা নিয়ে কোনও ট্যাবু নেই । তবে নিজে তিনি মেয়ে, তাই মেয়েই তাঁর বেশি পছন্দ, এমন ইচ্ছাই তিনি প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহলে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০২১ এর প্রথম দিকে আবারও নতুন অতিথি আসতে চলেছে। এইবারেও করিনার উত্তর আগের মতই। তবে এও বলেছেন অভিনেত্রী যে তাঁরা দুই বোন। আর মেয়েরা বাবা-মায়ের বেশি খেয়াল রাখে। তাই মনে মনে মেয়ের আশায় দিন গুনছেন গ্ল্যামারাস অভিনেত্রী করিনা কাপুর খান। একথা সত্য যে একজন মেয়ে যেমন তাঁর স্বামী সন্তানের খেয়াল রাখেন তেমনই বয়স্ক পিতা-মাতার খেয়াল বেশি করে রাখেন। তাই বলে কি পুত্র সন্তানরা অযোগ্য? না একদমই নয়।