Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pramita-Rudrajit: ফাঁকা রাস্তায় সবুজ শাড়ি পরে উদ্দাম নাচ প্রমিতা ও রুদ্রজিতের

আপনারা যারা বাংলা সিরিয়ালের ভক্ত আছেন তাদের কাছে বধূবরণ ধারাবাধিকটি ছিল অত্যন্ত আকর্ষণের। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনীর বর্ণনা করেছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় যিনি ছিলেন…

Avatar

আপনারা যারা বাংলা সিরিয়ালের ভক্ত আছেন তাদের কাছে বধূবরণ ধারাবাধিকটি ছিল অত্যন্ত আকর্ষণের। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনীর বর্ণনা করেছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় যিনি ছিলেন অর্থাৎ কনক চরিত্রে অভিনয় করেছিলেন যিনি তার নাম ছিল প্রমিতা চক্রবর্তী। তিনি ধারাবাহিকের জগতের এক অন্যতম তারকা। একাধিক ধারাবাহিকে আমরা তার অভিনয় দেখেছি। সাত ভাই চম্পা থেকে শুরু করে করুণাময়ী রানী রাসমণি সব ধারাবাহিকেই তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবেই জনপ্রিয়। তার একাধিক ভিডিও আমরা মাঝে মধ্যেই দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। এই যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অত্যন্ত একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রমীতা সবসময় নিজের স্বামীর সঙ্গেই রিল ভিডিও বেশি কর থাকেন। তার স্বামী রুদ্রজিতও একজন অভিনেতা। তাকেও আমরা বেশ কিছু ধারাবাহিকে এর আগে অভিনয় করতে দেখেছি। তবে এখন তাকে আমরা দেখছি জি বাংলার নতুন ধারাবাহিক পিলুতে অভিনয় করতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পিলুর মূল চরিত্র আহিরের ভাই হিসাবে তিনি এই ধারাবাহিকে আছেন। অন্যদিকে, রাসমণি ধারাবাহিকে তিনি আছেন বাড়ির বউয়ের চরিত্রে। তবে তাদের দুজনের ধারাবাহিক এবং তাদের দুজনের কাজের ক্ষেত্র একেবারেই আলাদা হলেও তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা বেশ গভীর। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার একটি একটি ঝলক সামনে আসতে থাকে। আর সেরকম ভাবেই একটি ঝলক এবারে আমরা পেলাম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে আমরা দেখছি রুদ্রজিত এবং প্রমীতা একসাথে পুষ্পা ছবির সামি সামি গানে নাচ করছেন। অভিনেতা অল্লু অর্জুনের ট্রেডমার্ক স্টেপ চোয়ালের নিচ থেকে হাত চালাতেও দেখা গেলো তাদের দুজনকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। অনেকেই এই ভিডিও দেখেছেন এবং শেয়ার করছেন। এই ভিডিওতে প্রমিতা এবং রুদ্রজিতের এই নাচ দেখেও এবং তাদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি দেখেও অনেকেই তাদের শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের ভবিষ্যতের জন্য।

About Author