Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘তির্চি নজর’ গানে প্রদীপ পান্ডে ও কাজল রাঘওয়ানির বোল্ড ডান্স, ভিডিও দেখে চোখ কপালে উঠবে

Updated :  Sunday, April 23, 2023 3:57 PM

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন প্রদীপ পান্ডে। তাঁকে সকলেই চেনেন যারা ভোজপুরি সিনেমা দেখে থাকেন। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে প্রদীপ পান্ডের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এই জনপ্রিয় মিউজিক ভিডিওতে প্রদীপ পান্ডের সাথে জুটি বেধেছে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি। এই ভাইরাল ভোজপুরি গানের নাম, ‘তির্চি নজর’। গানটির উচ্ছ্বসিত টেম্পো এবং আকর্ষণীয় লিরিক্স মন জয় করেছে সকলের। এছাড়া গানের তালে প্রদীপ পান্ডে ও কাজলের অনস্ক্রিন রোমান্স দেখে লজ্জা পেয়ে যেতে পারেন আপনিও। কাজল রাঘওয়ানি একটি আধুনিক কালো পোশাক পরেছিলেন যাতে ব্যাপক সুন্দরী লাগছিল তাঁকে। এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।