Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাড়ে পাঁচ কোটির ল্যাম্বার্গিনি কিনলেন ‘বাহুবলী’র প্রভাস

Updated :  Wednesday, March 31, 2021 8:23 AM

এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ফিল্ম ‘বাহুবলী’ ও ‘বাহুবলী-2′-এর দৌলতে দক্ষিণী অভিনেতা প্রভাস (prabhash) এই মুহূর্তে রীতিমত বিখ্যাত তারকা। দুটি ফিল্মেই প্রভাস দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, যথা- অমরেন্দ্র বাহুবলী ও মহেন্দ্র বাহুবলী। প্রভাসের অভিনয় সমগ্র ইন্ডাস্ট্রিতে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। বলিউডেও কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন প্রভাস।

তবে এবার অভিনয়ের জন্য নয়, প্রভাস এই মুহূর্তে চর্চার শিরোনামে রয়েছেন তাঁর নতুন ল্যাম্বার্গিনি গাড়ির জন্য। প্রভাস নিত্যনতুন গাড়ি পছন্দ করেন। সম্প্রতি তিনি একটি ল্যাম্বার্গিনি অ্যাভেন্টার রোডস্টার কিনেছেন। গাড়িটির রঙ কমলা। ল্যাম্বার্গিনির এই মডেলটির দাম ভারতীয় মূদ্রায় প্রায় 5 কোটি 70 লক্ষ টাকা। প্রকৃতপক্ষে নিজের বাবাকে জন্মদিনের উপহার হিসাবে গাড়িটি দিয়েছিলেন প্রভাস।

তবে গাড়িটি বাবার নাম করে কিনলেও অধিকাংশ সময় প্রভাসই গাড়িটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই এই গাড়ির ছবি ও ভিডিও নিয়ে মেতে উঠেছেন প্রভাসের অনুরাগীর দল। ল্যাম্বার্গিনির সঙ্গে প্রভাসের ছবি ও ভিডিও রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।