Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১১৫ মাসেই হবেন মালামাল, পোস্ট অফিসের এই স্কিমে টাকা দ্বিগুণ হবে – POST OFFICE SCHEME

Updated :  Monday, September 11, 2023 5:36 PM

ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে সাধারণ ও নিম্নবিত্ত মানুষরা তাদের কষ্টের সঞ্চয় জমিয়ে রাখেন। তবে নিম্ন মধ্যবিত্ত কিংবা তার নীচের শ্রেণীর মানুষদের বেশিরভাগই নিজেদের অ্যাকাউন্ট খুলে থাকেন পোস্ট অফিসে। আর পোস্ট অফিসের তরফ থেকেও প্রায়ই সাধারণের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প নিয়ে আসা হয়। সম্প্রতি এই নিবন্ধের সূত্র ধরে তেমনি আরো এক প্রকল্পের উল্লেখ মিলবে। এই মুহূর্তে এই নিবন্ধে ‘কিষান বিকাশ পত্র’ নিয়েই সমস্ত তথ্য প্রদান করা হবে।

কিষান বিকাশ পত্র-

স্বল্প সঞ্চয়ের উপর ভর দিয়েই এই প্রকল্পের গ্রাহক হওয়া যাবে। এই প্রকল্পে নির্ধারিত সময়ের মধ্যে যে পরিমাণ টাকা সঞ্চয় করা যাবে মেয়াদ শেষে তার দ্বিগুণ অর্থ ফিরে পাবেন গ্রাহকরা। যেকোনো ভারতীয় কৃষকরা এই প্রকল্পের গ্রাহক হতে পারবেন। এই প্রকল্পে যারা বিনিয়োগ করবেন তারা ৭ শতাংশের বেশি হারে সুদ পাবেন। এই প্রকল্পের ক্ষেত্রে ৯ বছর ৭ মাসে অর্থাৎ 115 মাসেই জমানো অর্থ দ্বিগুণ হবে।

এই প্রকল্পের বিনিয়োগের সুদ চক্রবৃদ্ধির সুদ অনুযায়ীই গণনা করা হয়ে থাকে। উদাহরণ স্বরূপ বলা যায়, এই স্কিমে যদি কেউ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তবে তিনি মেয়াদ শেষে পাবেন ২০ হাজার টাকা। এই প্রকল্পে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ১০০০ টাকা। তবে সর্বোচ্চ সীমার কোন উল্লেখ করা নেই এই প্রকল্পে। কৃষকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ১০০০ টাকার উপরে এই প্রকল্পে নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি কৃষকরা যদি অভিভাবক হিসাবে নিজেদের সন্তানের নামে পোস্ট অফিসে এই ‘কিষান বিকাশ পত্র’এ অ্যাকাউন্ট খুলতে চান তবে তারা খুলতে পারেন। এক্ষেত্রে পোস্ট অফিসে ১০ বছরের কম বয়সী বাচ্চাদের নামেও খোলা যাবে অ্যাকাউন্ট। তবে অভিভাবক হিসেবে বাবা অথবা মায়ের নাম থাকতে হবে শিশুটির সাথে।