Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Poonam Pandey: এমন পোশাক পরে ফুচকা খেলেন পুনাম পান্ডে, ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল ভিডিও

Updated :  Sunday, August 21, 2022 8:45 AM

পুনাম পাণ্ডে এই মুহূর্তে মিডিয়াতে বেশ ভালই চর্চায় রয়েছেন। কয়েকমাস আগে কঙ্গনা রানাউতের ‘লক আপ’এও দেখা মিলেছিল এই অভিনেত্রীর। শেষপর্যন্ত এই রিয়্যালিটি শোতে ছিলেন তিনি। এই শোয়ের হাত ধরেই নিজের জীবনের অনেক গোপন তথ্য শেয়ার করেছেন দর্শকদের সাথে। এই শো দর্শকদের মাঝে তার পরিচিতি বাড়িয়ে দিয়েছে আরো অনেকটাই, তা অস্বীকার করার জায়গা নেই। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে মিডিয়ার আলোয় পুনাম পান্ডে।

৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় চর্চায় থাকতে দেখা যায়। এই বিনোদন জগৎ’এ মডেলিং দিয়েই নিজের পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে ২০১৩ সালে ‘নাশা’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। সেই থেকেই নিজের জনপ্রিয়তা দর্শকদের মাঝে ধরে রেখেছেন তিনি। টেলিভিশন থেকে শুরু করে বড়পর্দা সব জায়গাতেই কাজ করেছেন অভিনেত্রী। চর্চার আলো নিজের উপর কিভাবে টিকিয়ে রাখতে হয়! তা ভালোভাবেই জানেন পুনাম পান্ডে। সম্প্রতি তা আবারো প্রমাণ হয়ে গেল।

সম্প্রতি অভিনেত্রীকে রাস্তায় দাঁড়িয়েই ফুচকা খেতে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার নজর নিজের উপর টানতেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি একেবারে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে তাকে। এদিন তার পরনে ছিল একটি ব্যাকলেস ক্রপটপ ও সাদা প্রিন্টেড শর্ট স্কার্ট। পাশাপাশি হালকা অগোছালোভাবে বেঁধেছিলেন চুল। নিজের সাজ পূরণের জন্য চোখে পরেছিলেন সাদা চশমাও। এই মুহূর্তে নিজের চিট ডে’তে মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েই চর্চায় পুনাম পান্ডে। এই মুহূর্তে দুটো ফুচকা খেয়েই চর্চায় তিনি। এমনকি তাকে এও বলতে শোনা গিয়েছে, চিট ডে’তে দুটোই যথেষ্ট। এদিন ফুচকা হাতেই হাসি মুখে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি তার সেই ফুচকা খাওয়ার ভিডিওই নেটমাধ্যমের পাতায় আপাতত ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকেই অভিনেত্রীর এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট নাগরিকদের পাশাপাশি তার ভক্তদের মাঝেও।