Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবসাদ গ্রাস করছিল, এবার খোলাখুলি মদ্যপানের কথা স্বীকার করলেন মহেশ কন্যা পূজা ভাট

সুশান্ত কেসে যখন মাদক-সংযোগ মাথায় চড়ে বসলো তখন থেকেই পূজা ভাট সরব হয়েছিলেন। এবারে অকপটে নিজের কাহিনী জানালেন পূজা। নিয়মিত মাদক সেবন করতে পূজা, এমনকি সকলের সামনেই মাদক নিতেন। মানসিক…

Avatar

সুশান্ত কেসে যখন মাদক-সংযোগ মাথায় চড়ে বসলো তখন থেকেই পূজা ভাট সরব হয়েছিলেন। এবারে অকপটে নিজের কাহিনী জানালেন পূজা। নিয়মিত মাদক সেবন করতে পূজা, এমনকি সকলের সামনেই মাদক নিতেন। মানসিক অবসাদ তাঁকে গ্রাস করে নিয়েছিল বলে জানান অভিনেত্রী। একটা সময় কাজ ও জীবনের না পাওয়া অধ্যায়গুলি তাঁকে শেষ করে দিয়েছিল বলে জানান অভিনেত্রী। এরপর থেকে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। অবসাদ ভুলে থাকার জন্য মদ্যপান করতেন অভিনেত্রী এবং এই কথা অকপটে স্বীকার করতে একটুও লজ্জা বা ভয় পাননি অভিনেত্রী। এক সময় ইন্টারভিউতে তিনি জানিয়েও ছিলেন, ‘মদ তাঁকে শেষ করে দিচ্ছে।

অবসাদ গ্রাস করছিল, এবার খোলাখুলি মদ্যপানের কথা স্বীকার করলেন মহেশ কন্যা পূজা ভাট

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবসাদ গ্রাস করছিল, এবার খোলাখুলি মদ্যপানের কথা স্বীকার করলেন মহেশ কন্যা পূজা ভাট

পূজা লেখেন, “নিজের জন্য নেশা থেকে বেরিয়ে আসা উচিত। আমি এই চার বছর ধরে প্রচুর বন্ধু, শত্রুর মদের পার্টিকে না বলেছি। আমাকে পারতেই হত।” প্রায় তিন বছর ৯ মাস তিনি মদ থেকে দূরে আছেন। এটাই তাঁর বেঁচে থাকার লড়াই বলে জানিয়েছেন পূজা।

অবসাদ গ্রাস করছিল, এবার খোলাখুলি মদ্যপানের কথা স্বীকার করলেন মহেশ কন্যা পূজা ভাট

কিভাবে তিনি পারলেন এই কঠিন লড়াই জিততে? সে কথাই জানিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। পূজা লিখেছেন, “তিন বছর ৯ মাস হয়ে গিয়েছে আমি মদ ছেড়েছি। আমি সবার সমানে মদ খেতাম। সবার সামনেই আমি নিজের রিকভারির কথাও বলব।”

About Author