গবেষণায় উঠে এল ভয়ানক তথ্য! দূষণে্র প্রভাব পড়ছে শিশুদের বুদ্ধিতে

Advertisement

Advertisement

শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ এর প্রভাব সব চেয়ে বেশি পড়ে শিশু এবং বয়স্কদের উপরে। দূষণ নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তিত কিন্তু সেইভাবে এই নিয়ে আমরা কাউকে বিশেষ পাত্তা দিনা। বলতে গেলে চলছে চলবে ব্যপার আর কি।

Advertisement

Advertisement

কিন্তু সাম্প্রতিক এক গবেষনায় দূষণ নিয়ে উঠে এসেছে ভয়ানক তথ্য। বাতাসের এই দূষণ ২০ শতাংশ কমলে স্কুলপড়ুয়া শিশুদের শেখার ক্ষমতা না কি বেড়ে যায়। তাই বলা  হচ্ছে অন্তত স্কুল চত্বরের বাইরের পরিবেশে দূষণের মাত্রা কমানো দরকার। নাহলে শিশুদের সমস্যা আগের থেকেও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে যে যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে। এই গ্যাস কমানো হলে স্কুল পড়ুয়াদের স্মৃতিশক্তি বাড়তে পারে ৬.১ শতাংশ। তার জন্য স্কুলের পাশে ক্কারখানা বন্ধ করতে হবে। বলা ভালো স্কুলের পাশে বেশি করে গাছ লাগাতে হবে আর দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। এতে শিশুদের স্বাস্থ্য আরো ভালো রাখা সম্ভব হবে।

Recent Posts