Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনের সকালেই সরকারি স্কুল থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য অঞ্চলে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট আছে আজকে। রাজ্যের ৪ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সকাল থেকেই খবরের শিরোনামে উঠে আসছে বিধানসভা কেন্দ্রগুলিতে বিক্ষিপ্ত অশান্তির খবর।…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট আছে আজকে। রাজ্যের ৪ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সকাল থেকেই খবরের শিরোনামে উঠে আসছে বিধানসভা কেন্দ্রগুলিতে বিক্ষিপ্ত অশান্তির খবর। দ্বিতীয় দফা নির্বাচনে মোট আসনের সংখ্যা ৩০ টি যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছে ৯ টি, পূর্ব মেদিনীপুরে আছে ৯ টি, বাঁকুড়ায় ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি। তবে এবার ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার একটি সরকারি স্কুল থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অঞ্চলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম কমল গঙ্গোপাধ্যায়। সে বনগাঁ পুলিশ জেলায় কর্মরত ছিলেন। ভোটের কাজের জন্য তিনি গুরুদাসপুর হাইস্কুলের অস্থায়ী পুলিশ ক্যাম্পে ছিলেন। আজ সকালে ডিউটি যাওয়ার সময় তার খোঁজ করা হলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ওই স্কুলের দোতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই পুলিসকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান যে ওই বছর চল্লিশের ব্যক্তি আত্মহত্যা করেছে। এই ঘটনার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই কথা জানিয়েছে নির্বাচন কমিশনও। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন শুরুর সময় থেকে দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। গতকাল রাতেই গোসাবা বিধানসভার পুজালী গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া গোসাবা বিধানসভার আমতলীতে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করা হলে তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে।

About Author