বিজেপির নবান্ন অভিযান মিছিলে মিলল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক

Advertisement

Advertisement

কলকাতা: আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার গোটা রাজপথ। কলকাতা ও হাওড়ার সংলগ্ন এলাকায় কার্যত বজ্রআঁটুনি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শহরে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপির মিছিল নবান্নে গিয়ে শেষ হবে, এমন পরিকল্পনা করা হয়েছিল। সে মতোই মিছিল আসছিল। আর বিজেপির নবান্ন অভিযানকে রুখতে তৎপর ছিল রাজ্য পুলিশ। আর এবার পুলিশি তৎপরতায় বিজেপির মিছিলে মিলল আগ্নেয়াস্ত্র। পাওয়া গিয়েছে ধারালো অস্ত্রও।  শুধু তাই নয়, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মী এক যুবককে। ধৃত যুবক সর্বভারতীয় বিজেপি যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গী ছিলেন বলে জানিয়েছেন হাওড়ার পুলিস সুপার কুণাল আগরওয়াল।

Advertisement

Advertisement

ধৃত যুবক বহিরাগত বলে অভিযোগ। হিন্দিভাষী ওই যুবক এলাকার কেউ নয় বলে জানা গিয়েছে। তবে ধৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। অভিযুক্তকে গ্রেফতার করেন আসানসোলের অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার তথাগত পান্ডে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এমনকি সবটাই শাসকদলের চক্রান্ত বলে দাবি করেছে গেরুয়া শিবির। এমনকি এ বিষয়ে যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্যর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও নবান্ন দু’দিন বন্ধ থাকা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তেজস্বী। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে পা রেখে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি এ প্রসঙ্গে বলেন, ”মমতা দিদি ভয় পেয়েছেন। এ ডর অচ্ছা হ্যায়।’ তারপর সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘বাংলায় অরাজকতা চলছে। বাংলার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত গোটা দেশ। আমি আশ্বাস দিচ্ছি, এই সরকারকে উৎখাত করেই ছাড়ব।’