Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PNB Scheme: উচ্চ সুদের হার, পেনাল্টি ছাড়াই সময়ের আগে তুলুন টাকা, ধামাকা স্কিম PNB-র

ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার জন্য আগেভাগে অনেকেই অর্থ সঞ্চয় করে রাখেন। বিভিন্ন ধরণের স্কিম উপলব্ধ থাকলেও নিশ্চিত অর্থ রিটার্নের জন্য ফিক্সড ডিপোজিটের প্রতিই ভরসা রাখেন অনেকে। এমতাবস্থায় যারা ফিক্সড ডিপোজিটে (Fixed…

Avatar

By

ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার জন্য আগেভাগে অনেকেই অর্থ সঞ্চয় করে রাখেন। বিভিন্ন ধরণের স্কিম উপলব্ধ থাকলেও নিশ্চিত অর্থ রিটার্নের জন্য ফিক্সড ডিপোজিটের প্রতিই ভরসা রাখেন অনেকে। এমতাবস্থায় যারা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) অর্থ বিনিয়োগ করেন তারা খোঁজেন কোথায় বেশি হারে সুদ পাওয়া যাবে। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই প্রয়োজন মতো টাকা তোলার সুবিধা থাকবে এমন এফডি স্কিমেরই খোঁজ রইল এই প্রতিবেদনে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) গ্রাহকদের জন্য দিচ্ছে এক দারুণ সুবিধা। পিএনবির সুগম টার্ম ডিপোজিট স্কিমে উচ্চ সুদে টাকা রিটার্ন পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়াদ পূর্ণ হওয়ার আগে দরকার মতো প্রত্যাহার করা যাবে টাকাও। এর জন্য কোনো জরিমানাও হবে না। কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই স্কিমে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যেকোনো গ্রাহকইএই সুগম টার্ম ডিপোজিট স্কিমের সুবিধা পেতে পারেন। যেকোনো ভারতীয় নাগরিক থেকে এনআরআই ব্যক্তিও এই স্কিমে অর্থ সঞ্চয় করতে পারেন। এই স্কিমে সর্বনিম্ন ১০০০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। আর সর্বোচ্চ ১০ কোটি পর্যন্ত বিনিয়োগ করা যাবে। বর্তমানে ৪.৫০ থেকে ৭.২৫ শতাংশ হারে এই স্কিমে সুদ দিচ্ছে পিএনবি। গ্রাহক নিজে সরাসরি এই সুদের হার নির্ধারণ করতে পারবেন। এই স্কিমে সর্বনিম্ন ৪৬ দিন থেকে সর্বাধিক ১০ বছরের মেয়াদে অর্থ বিনিয়োগ করা যাবে। পাশাপাশি এই স্কিমে অ্যাকাউন্ট খোলা হলে গ্রাহককে ১০০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফট ফ্যাসিলিটি দেওয়া হয় ব্যাঙ্কের তরফে। এই স্কিমে সবথেকে বড় সুবিধা হল, এই স্কিমে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা প্রত্যাহার করা হলে সুদের হার কম হয় না। নূন্যতম ১০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যেই প্রত্যাহার করতে হবে।

এই স্কিমে বিনিয়োগ করতে হলে প্রথমেই নিকটবর্তী পিএনবির ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। যথাযথ তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হবে। এই ভাবে খুব সহজ পদ্ধতিতেই সুগম টার্ম ডিপোজিটে অর্থ বিনিয়োগ করা যাবে।

About Author