Categories: দেশনিউজ

প্রতিদিন ২ টাকা জমিয়ে পেয়ে যান মাসে ৩০০০ টাকা, জানুন কিভাবে পাবেন

Advertisement

Advertisement

নয়াদিল্লি: কম আয় করা মানুষদের জন্য সুখবর আনতে চলেছে মোদি সরকার। কারণ মোদি সরকারের PM Shram Yogi Mandhan Yojana  ৬০ বছরের পর প্রতি মাসে ৩০০০ টাকা বা বছরে ৩৬০০০ টাকা পেনশন মিলবে৷ এই স্কিমের অন্তর্গত হতে গেলে ১৮ থেকে ৪০ বছর বয়স্ক হতে হবে৷ শোনা যাচ্ছে এই সুবিধা পাওয়ার জন্য এই স্কিমের সঙ্গে এখনও পর্যন্ত ৪৫ লক্ষ মানুষ যুক্ত রয়েছেন৷

Advertisement

মোদি সরকার সমাজের একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করেছিল৷ এই যোজনার সুবিধা কেবল তাঁরা পাবেন যাঁদের আয় ১৫ হাজার টাকার কম৷ ফলে যারা ইলেক্ট্রিশিয়ান, পরিচারিকা, ড্রাইভার, সাফাই কর্মীদের মতো কাজ করেন তারা সহজেই এই সুবিধা পাবেন। এই যোজনার জন্য অ্যাপ্লাই করাও সহজ।

Advertisement

এই স্কিমে ১৮ বছর বয়স থেকে ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে৷ তবে হিসেব মতোন ২ টাকা হলে অধিক বয়স বাড়লে দিতে হবে আরো বেশি টাকা৷ অ্যাকাউন্ট হোল্ডারের যত টাকা যোগদান হবে সরকারেরও ঠিক তত টাকাই যোগদান হবে৷ সব মিলিয়ে আই যোজনার আয়োতায় এলে সবাই অনেক সুবিধা ভোগ করতে পারবে।

Advertisement

রেজিস্টার করার জন্য আধার কার্ড, জনধন অ্যাকাউন্ট থাকা আবশ্যক৷ মোবাইল নম্বর লাগবে, CSC সেন্টারে যেতে হবে৷ ব্যাঙ্কের পাসবুক, চেকবুক বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে প্রথম টাকা ক্যাশে দিতে হবে৷ শ্রমযোগী কার্ড পাওয়া যাবে৷ এমনকি আরো বিষদে জানতে 1800 267 6888 টোল ফ্রি নম্বরে ফোন করে জানা যাবে৷

 

Recent Posts