Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Vande Bharat: রেল যাত্রীদের জন্য সুখবর, একই সঙ্গে চালু হতে চলেছে তিনটি বন্দে ভারত ট্রেন

দেশে একের পর এক বন্দে ভারত ট্রেন চালু হচ্ছে। গত বছরের শেষের দিকে অযোধ্যা থেকে ছ'টি নতুন বন্দে ভারতের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন কয়েক দিনের মধ্যে এক সঙ্গে…

Avatar

দেশে একের পর এক বন্দে ভারত ট্রেন চালু হচ্ছে। গত বছরের শেষের দিকে অযোধ্যা থেকে ছ’টি নতুন বন্দে ভারতের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন কয়েক দিনের মধ্যে এক সঙ্গে তিনটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এই তিনটি বন্দে ভারত ট্রেন পাটনা জংশন থেকে অযোধ্যা, রাঁচি থেকে বারাণসী এবং পাটনা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলতে পারে। সম্প্রতি, বন্দে ভারত ট্রেনের তিনটি রুটেই ট্রায়াল রান করা হয়েছিল, যা সফল হয়েছে। পাটনা থেকে লখনউ পর্যন্ত বন্দে ভারত ট্রেন চলবে অযোধ্যা হয়ে। যার ফলে মানুষ রাম মন্দিরে গিয়ে ভগবান রামের দর্শন করতে পারবেন খুব সহজে। এই ট্রেনের স্টপেজের মধ্যে থাকতে পারে ডিডিইউ, জৌনপুর, আকবরপুর হয়ে অযোধ্যা এবং তারপরে যেতে পারে লখনউ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাটনা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যে ট্রেন চলবে সেটা বখতিয়ারপুর, মোকামা, নওগাছিয়া, খাগারিয়া, বেগুসরাই, কাটিহার ও কিষাণগঞ্জ হয়ে যেতে পারে। এছাড়া রাঁচি থেকে বারাণসীর মধ্যে তৃতীয় ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। বারাণসী পর্যন্ত বন্দে ভারত চলার কারণে কাশী বিশ্বনাথ দর্শন করতে ইচ্ছুক ভক্তরা সেখানে ভ্রমণ করতে পারবেন অনেক সহজে।

Vande Bharat express

রাঁচি, লোহারদাগা, টোরি, ডাল্টনগঞ্জ, গাড়োয়া রোড, ডিডিইউ হয়ে বারাণসী যেতে পারে এই ট্রেন। ট্রেনটি বারাণসী থেকে ভোর ৫.৫০ মিনিটে ছেড়ে ঝাড়খণ্ডের রাঁচি পৌঁছাতে দুপুর ১২.১০ মিনিট নাগাদ। ফিরতি যাত্রায় রাঁচি থেকে দুপুর ১.৩০ মিনিটে ছেড়ে বারাণসী পৌঁছতে পারে সন্ধ্যা ৭.৫০ মিনিটে।

১২ মার্চ থেকে শুরু হতে পারে এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বন্দে ভারত ট্রেনের সূচনা করতে পারেন। একইভাবে সম্প্রতি দিল্লি থেকে কাটরা পর্যন্ত চলা বন্দে ভারত ট্রেন সম্পর্কেও একটি বড় তথ্য প্রকাশ্যে এসেছে। এখন এই ট্রেনটি পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে থামতে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই এ ব্যাপারে দাবি করছিলেন সাধারণ যাত্রীরা।

About Author