Categories: দেশনিউজ

বিহারের জয়ের দিন নাম না করে বাংলাকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

Advertisement

Advertisement

নয়াদিল্লি: এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। ফলে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। আর ভোটের ফলাফল সম্পন্ন হওয়ার পর বিহারবাসীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এটা গরিব, পীড়িত মহিলাদের জনাদেশ। এই একই মঞ্চ থেকে তিনি বিজেপি কর্মীদের হত্যা প্রসঙ্গে বক্তব্য রাখেন।

Advertisement

মোদি বলেন, ‘গণতন্ত্রে ভরসা নেই। অনেকের গণতান্ত্রিক ব্যবস্থায় এটি উঠতে না পেরে দেশের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের খুন করে লক্ষ্য পূরণ করতে চাইছে। আমি এখনও সকলকে বোঝানোর চেষ্টা করছি। হুমকি দেওয়ার কিছু নেই। ওটা জনতা দেখে নেবে। নির্বাচন আসবে, যাবে। জয়-পরাজয় হতেই থাকবে। কিন্তু এই মৃত্যুর খেলার ওপর নির্ভর করে গণতন্ত্র হতে পারে না।’ এভাবেই নাম না করে বাংলাকে কার্যত হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement