Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমেরিকার নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলেরই জানা। যে কোনও বিষয়কে ভারতকে সমর্থন করে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি চিনের বিষয়েও ভারতকে এককাট্টা হয়ে সমর্থন করছে আমেরিকা। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে…

Avatar

নয়াদিল্লি: ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলেরই জানা। যে কোনও বিষয়কে ভারতকে সমর্থন করে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি চিনের বিষয়েও ভারতকে এককাট্টা হয়ে সমর্থন করছে আমেরিকা। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের কুর্সিতে এসেছে নতুন মুখ। ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আর এই দু’জনকেই জয়ের পর শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে মোদি টুইট করে লিখেছেন, ‘এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। এক সময় মার্কিন-ভারত সম্পর্কে উন্নতির জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। আশা করি, দু’দেশের সম্পর্কের উন্নতিতে ফের একসঙ্গে আমরা কাজ করব।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে নয়, এর পাশাপাশি নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি হ্যারিসের উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার এই সফলতা আগামী দিনে পথ দেখাবে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব। আশা করি, ভারত-মার্কিন সম্পর্ক আপনার আমলে আরো সুদৃঢ় হবে।’ এভাবেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মোদি।

বাইডেনকে প্রেসিডেন্ট হওয়ার জন্য মোদির পাশাপাশি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

 

About Author