Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND Vs NZ: নিরাপত্তা ভেঙে রোহিতকে জড়িয়ে ধরে বিপদে পড়লো খুদে ভক্ত, আইনি ব্যবস্থা কি নেবে পুলিশ? রায়পুরে তোলপাড়

Updated :  Monday, January 23, 2023 11:13 AM

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান রত ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়ে রোহিতের এক ক্ষুদে ভক্ত। কোন দিকে না তাকিয়ে দৌড়ে এসে রোহিতকে জড়িয়ে ধরে ওই শিশুটি। রোহিত শর্মা তখন নবম ওভারের পঞ্চম বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে হতচকিত হয়ে যান ভারতীয় অধিনায়ক। প্রথমে বুঝতে না পারলেও পরে ব্যাপারটি বুঝে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন রোহিত শর্মা।

তবে মুহূর্তের ঘোর কাটতে না কাটতে স্টেডিয়ামে উপস্থিত নিরাপত্তা কর্মীরা ধরে ফেলেন ওই বালকটিকে। যত দ্রুত সম্ভব তাকে মাঠ থেকে বের করার জন্য টানাটানি শুরু করেন তারা। তবে রোহিত শর্মা নিরাপত্তা কর্মীদের সেই কাজে বাধা দেন এবং বলেন শিশুটিকে ধীরে-সুস্থে মাঠের বাইরে নিয়ে যেতে। পাশাপাশি তিনি নিরাপত্তা কর্মীদের কাছে অনুরোধ করেন যেন এই অপরাধের জন্য শিশুটিকে কোন প্রকার শাস্তি দেওয়া না হয়। ভারতীয় অধিনায়কের এমন আচরণ লাখো ক্রিকেট প্রেমীদের হৃদয় ছুঁয়েছিল।

তবে ক্রিকেটারদের সুরক্ষা ভেঙে মাঠে প্রবেশ করার কারণে অবশ্যই কোন না কোন শাস্তি দেওয়ার নিয়ম রয়েছে ভারতীয় ক্রিকেটের সংবিধানে। জানা গেছে, ওই ছেলেটি পূর্ণবয়স্ক না হওয়ায় তাকে কোনরকম শাস্তির আওতায় আনতে পারেনি বিসিসিআই। শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন নিরাপত্তা কর্মীরা। পাশাপাশি ভবিষ্যতে যেন ওই বালকটি এমন কর্মকাণ্ড না করে সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, চলমানরত ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় বোলারদের বিধ্বংসী তান্ডবের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড শিবির। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১১১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।