সামনেই ভোট, সেখানে কতটা প্রভাব ফেলবে পেট্রোল-ডিজেলের এই দাম

Advertisement

Advertisement

নয়াদিল্লি: টানা ১০ দিনে রেকর্ড ভেঙে জ্বালানির দাম ৯১ টাকা ছাড়াল। আজ, বৃহস্পতিবা (Thursday) কলকাতায় (Kolkata) ‘লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের (Petrol) দাম হল ৯১ টাকা ১১ পয়সা। ডিজেলের (Dirsel) দাম বেড়েছে লিটারপ্রতি ৩২ পয়সা। কলকাতায় লিটার. প্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৮৬ পয়সা।

Advertisement

গতকাল কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটারপ্রতি ২৪ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ৯০ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা। ফলে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৫৪ পয়সা।

Advertisement

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হয় ৯০ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়ে হয় ৮৩ টাকা ২৯ পয়সা।

Advertisement

ভোটের মুখে পেট্রল-ডিজেলের লাগাতার দামবৃদ্ধি সাধারণ মানুষকে বেশ অস্বস্তিতে ফেলেছে। এর কতটা প্রভাব ভোটে পড়বে সেটাই সময় সাপেক্ষিক। পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা দিচ্ছে।

সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আরও মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য। বর্তমানে সর্বাধিক তেল উৎপাদনকারী দেশগুলি তেল উৎপাদনে রাশ টেনেছে। ফলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ভোটের মুখে পেট্রোল-ডিজেল–গ্যাসের দাম বাড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।