Categories: দেশনিউজ

চাকরিজীবীদের জন্য সুখবর, অগ্রিম তুলে নেওয়া যাবে পেনশনের টাকা

Advertisement

Advertisement

এবার সমস্ত সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র সরকার। এবার থেকে চাকরিজীবী তার ইচ্ছে মতো পেনশনের জমানো টাকা তুলে নিতে পারবেন। গত বছর আগস্ট মাসে এমন প্রক্রিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল UPI। এবার সেই ভাবনার উপর সিলমোহর দিল কেন্দ্র সরকার। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

Advertisement

অতীতে এমন সুবিধা ছিল যা তুলে নেওয়া হয়। আবার এই সুবিধা ফিরে আসছে,যার ফলে উপকৃত হবেন ৬.৩ লক্ষ চাকরিজীবী। চাকরিজীবীদের ভাষায় একে বলে পেনশন বিক্রি। এই নতুন নিয়মে ১৫ বছর পরে পুরো পেনশনের অর্থ পাওয়া যাবে। এই নিয়ম চালু হওয়ার আগে যারা তাদের পেনশন বিক্রি করেছেন তারাও নতুন করে গোটা পেনশন পেতে পারেন।

Advertisement

আরও পড়ুন : LIC-র এই স্কিমটিতে আপনি প্রতিদিন ২৭ টাকা বিনিয়োগ করলে পাবেন ১০ লক্ষ টাকা

Advertisement

৫৮ বছরের পর পেনশনের সুবিধা লাভ করা যায়, কিন্তু তারজন্য ১০ নছর পিএফ সদস্য থাকা বাধ্যতামুলক। এই নতুন নিয়মে সদস্য তার পেনশানের ৩০% বেচতে পারবেন। যত টাকাওই সদস্য বিক্রি করবেন তার ১০০ গুন টাকা তিনি পাবেন।

Recent Posts