Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অ্যাকোয়ারিয়ামে তিমি মাছেদের সঙ্গে হেলেদুলে খেলা করছে পেঙ্গুইন, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, April 2, 2020 9:13 AM

বিশ্ব জুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে গৃহবন্দী সকল মানুষ। করোনার দ্বারা সংক্রমিত হওয়ার ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। মানুষের আনাগোনা বন্ধ থাকলেও পশুপাখিরা দিব্যি নিরিবিলি তাদের নিজেদের সঙ্গে দেখা করতে মশগুল। এমনই এক ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। তাতে প্রায় ২ মিলিয়ন ভিউজ রয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিমি মাছেদের সঙ্গে হেলেদুলে দেখা করতে এসেছে পেঙ্গুইন, যার নাম ওয়েলিংটন। করোনা ভাইরাসের কারণে আপাতত মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ রয়েছে শেড অ্যাকোয়ারিয়ামে। কিন্তু মানুষের আনাগোনা বন্ধ হলেও পশুরা তাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব করেই ফেলল। শিকাগো অ্যাকোয়ারিয়ামের এই ওয়েলিংটন নামক পেঙ্গুইন তাই বেলুগা তিমিদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলল। এভাবে উভয় উভয়কে দেখে রীতিমতো তাজ্জব।

এমন কান্ডের পর শেড অ্যাকোয়ারিয়াম শিকাগো ট্রিবিউনকে জানিয়েছে, করোনার প্রকোপে মানুষের আনাগোনা বন্ধ হওয়ার ফলে এখানকার প্রাণীদের ভালো রাখার উপায় বের করেছেন তত্ত্বাবধায়করা। যার ফলে নতুন অভিজ্ঞতার সঙ্গে পশুপাখিদের উভয়ের প্রাকৃতিক আচরণকে টিকিয়ে রাখার চেষ্টা সফল হবে।”