Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Arunita-Pawandeep:ঋত্বিক রোশনের বাড়িতে হাজির অরুণিতা-পবনদীপ! রোশন পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত ভাইরাল

গত মাসেই শেষ হল বহু চর্চিত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২। দর্শকের ভালোবাসায় এবারের ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। আর তাঁর বিশেষ বন্ধু…

Avatar

By

গত মাসেই শেষ হল বহু চর্চিত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২। দর্শকের ভালোবাসায় এবারের ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। আর তাঁর বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলাল রয়েছেন দ্বিতীয় পজিশনে। এই শো-এর শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু।

Arunita-Pawandeep:ঋত্বিক রোশনের বাড়িতে হাজির অরুণিতা-পবনদীপ! রোশন পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত ভাইরাল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এর মাঝেই নতুন গুঞ্জন শোনা যায়, এই দুই প্রতিযোগী নাকি মুম্বইতে একসঙ্গে পাকাপাকি প্রতিবেশী হিসেবে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেন। এই একাধিক তথ্য ঘোরাফেরা করেছিল নেট-দুনিয়ায়। যদিও এক সংবাদমাধ্যমে এই দুটি ঘটনা সত্যি বলে মেনে নিয়েছেন পবনদীপ। বলিউডে এখন নতুন গুঞ্জন ইন্ডিয়ান আইডলের এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা শোয়ের শেষেও চুপিচুপি প্রেম করছেন। একে অপরকে ডেট করছেন।

Arunita-Pawandeep:ঋত্বিক রোশনের বাড়িতে হাজির অরুণিতা-পবনদীপ! রোশন পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত ভাইরাল

ইতিমধ্যে এদের অনুগামীরা এদের ভালোবেসে জুটি হিসেবে নতুন নামকরণ করেছেন। নাম দিয়েছেন অরুদীপ। ইতিমধ্যে এই চর্চিত প্রেমিক জুটি শো চলাকালীন হিমেশ রেশামিয়ার অ্যালবামে দু’টি গানে প্লেব্যাক করে ফেলেছেন। আর দুজনের গান দর্শকের মন কেড়েছে। আপাতত বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর দু’জনেই। তবেএদের অনুগামীরা সত্যি চান এই জুটি সত্যি সত্যি প্রেম করুক। সম্প্রতি অরুনিতা আর পবনদীপকে একসাথে ফের দেখা গেল। সোশ্যাল মিডিয়াতে এদের প্রায়শই একসাথে দেখা যায়।

তবে এবার কোনো রিল বা নিজেদের ছবি নয় বরং এই দুজনকে পাওয়া গেল বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের বাড়িতে। ইন্ডিয়ান আইডল ১২ জেতার পর কিছুদিন ব্রেক নিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই দুই স্টার। দুজনের হাতে এখন অনেক কাজ। এর মাঝেই জনপ্রিয় বলিউড তারকা হৃত্বিক রোশন বং তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন পবনদীপ-অরুনিতা। পাশাপাশি এই সুপারস্টারের পরিবারের সঙ্গেও দেখা করে বেশকিছু পোজ দিয়ে ছবি তুলেছেন। আর এই ছবি গুলি দুজনেই শেয়ার করলেন। তবে এই ছবি দেখে অনুগামীদের ধারণা এঁরা এমনি এমনি যাননি হৃত্বিক আর রোশনের বাড়ি। হয়তো দুজনেই তাঁদের সঙ্গে পরবর্তী কোনো কাজ করতে পারেন। সেই কারণেই তাঁরা দেখা করেছেন অভিনেতার সঙ্গে। আর এই ছবি শেয়ার হতেই ভাইরাল নেট দুনিয়াতে।

Hrithik Roshan ,Indian Idol 12 ,Pawandeep Rajan, Arunita Kanjilal, Pawandeep-Arunita, Rakesh Roshan ,Viral Pic, Instagram, Bollywood, Singer

About Author