Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Arunita-Pawandeep: একান্তে অরুণিতার সাথে দীপাবলী উদযাপন করলেন পবনদীপ! ফোটো কার্টেসি দিলেন ভালোবাসাকে

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন জনপ্রিয় চর্চিত জুটি হল পবনদীপ আর অরুনিতা। দুজনেই নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে…

Avatar

By

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন জনপ্রিয় চর্চিত জুটি হল পবনদীপ আর অরুনিতা। দুজনেই নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান দখল করেছে বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে। আর দুজন নিজেদের গান দিয়ে আরো জম

ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন। আর দর্শকদের চোখে এঁরা হলে অরুদীপ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Arunita-Pawandeep: একান্তে অরুণিতার সাথে দীপাবলী উদযাপন করলেন পবনদীপ! ফোটো কার্টেসি দিলেন ভালোবাসাকে

এই জুটির রোম্যান্স আর সুরের জাদু ভারতে সীমাবদ্ধ নেই। এদের দুজনের গানের জাদু ছড়িয়ে পড়েছে সুদুর লন্ডনে। কিছুদিন আগে লন্ডনের একটি কনসার্টে জুটি বেঁধে গান গাইলেন তাঁরা। ‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে গাইলেন পবনদীপ অরুণিতা। শ্রোতাদের মাঝে তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। আর এই গান সোশ‍্যাল মিডিয়ার দৌলতে এদেশে বসেই লন্ডনের কনসার্ট উপভোগ করলেন অরুদীপ ফ্যানেরা। এই দিন বঙ্গ তনয়া গোলাপি শাড়ি, সাদা ব্লাউজে ছিমছাম সেজেছিলেন। বাংলার মেয়ের এই সাফল‍্যে গর্বিত বাঙালিরাও। এই দিন লন্ডনে কর্নসাটের হল ছিল হাউসফুল।

blockquote class=”instagram-media” data-instgrm-captioned data-instgrm-permalink=”https://www.instagram.com/reel/CVuZgroKOWB/?utm_source=ig_embed&utm_campaign=loading” data-instgrm-version=”14″ style=” background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% – 2px); width:calc(100% – 2px);”>

এবারের এই দেওয়ালি বিদেশে উদযাপন করলেন এই লাভ বার্ডস৷ আর সেই ছবি উঠে এল পবনদীপের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সেখান থেকে ছবি শেয়ার করেই সকলকে দিপাবলীর শুভেচ্ছা জানালেন পবন। তবে, শুধু নিজের ছবি দেননি। নিজের সাথে অরুণিতার একসাথে একটা ছবিও শেয়ার করেছেন। আর তা দেখে অনেকে প্রশংসা করেছেন। তবে বিদেশের মিউজিক কনসার্টে অরুণিতা আর পবনদীপের সাথে সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশওন। তবে, দিওয়ালির ছবিতে শুধু অরুণিতার ছবিই কেন দিলেন পবন এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে কি অরুণিতাকে চোখে হারাচ্ছেন পবন? আবার নিজের ছবিতে ফোটো কার্টেসি হিসেবে নাম দিয়েছেন অরুণিতার! সে যাই হোক এই ছবি পোস্ট হতেই ভাইরাল নেটদুনিয়াতে।

About Author