Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পবন সিং ও স্বপ্না চৌধুরী মিলে তৈরি করলেন এই বছরের সবথেকে বড়ো হিট গান, ইউটিউবে শুরু তোলপাড়

ভোজপুরি সিনেমা জগতের অত্যন্ত পাওয়ার প্যাকড অভিনেতা পবন সিং এবং হরিয়ানভি নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী দুজনেরই পরিচয়ের প্রয়োজন নেই৷ সারা বিশ্বে তাদের রয়েছে বিশাল ফ্যান ফলোয়িং। তাদের গান মানেই দর্শকদের মনে…

Avatar

ভোজপুরি সিনেমা জগতের অত্যন্ত পাওয়ার প্যাকড অভিনেতা পবন সিং এবং হরিয়ানভি নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী দুজনেরই পরিচয়ের প্রয়োজন নেই৷ সারা বিশ্বে তাদের রয়েছে বিশাল ফ্যান ফলোয়িং। তাদের গান মানেই দর্শকদের মনে একটা আলাদা মাদকতা। তাদের প্রতিটি গান, নাচ, সিনেমা সুপারহিট। শুধু সুপারহিট বলা বোধ হয় ভুল হবে, সুপার ডুপার হিট। এবারে তারা একসাথে নতুন ভোজপুরি গান ‘লেহেঙ্গা লেহক যায়ে’-তে অভিনয় করছেন। তাদের দুজনের নাচ দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা।

রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পবন সিং ও স্বপ্না চৌধুরী

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিওতে, স্বপ্না চৌধুরি এবং পবন সিং এই গানের মাধ্যমে সকলকে চমকে দিয়েছেন। এতে স্বপ্না চৌধুরী তার লুক দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। ‘লেহেঙ্গা লেহক জায়ি’ গানটি গেয়েছেন শিল্পী রাজ এবং পবন সিং নিজেই। এটি লিখেছেন ধীরাজ বাবুয়ান এবং সুর করেছেন প্রিয়াংশু সিং।

এই ভোজপুরি গানে পবন সিংয়ের সঙ্গে নাচছেন স্বপ্না চৌধুরী। জুটির রসায়ন খুব ভালো। গানটিতে পবন সিংকে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলে। স্বপ্না চৌধুরীর অভিব্যক্তিও সবমিলিয়ে অসাধারণ।

অভিনেত্রী স্বপ্না চৌধুরী এই ভিডিওতে অভিনেতা পবন সিংয়ের সঙ্গে দারুন অভিনয় করেছেন। তিনি এই ভোজপুরি গানে দুর্দান্ত ডান্স স্টেপ করছেন। এই সুপারহিট গানটি VYRL ভোজপুরি চ্যানেলে আপলোড করা হয়েছে। গানটিতে এখন পর্যন্ত লক্ষাধিক ভিউ এসেছে এবং অনেক মন্তব্য আসছে। ভক্তরাও ভিডিওটিতে মন্তব্য করে গানটির প্রশংসা করছেন। মঞ্চে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন স্বপ্না চৌধুরী ও পবন সিং জুটি।

About Author