ভোজপুরি দুনিয়ায় পাওয়ার ষ্টার হিসেবে বিখ্যাত পবন সিং সব সময় কোন না কোন কারণে খবরে থাকেন। আবারো জানা যাচ্ছে তিনি শিরোনামে রয়েছেন তার কারণ হলো সম্প্রতি পবন সিং এর একটি গান সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইউটিউবে দারুন ভাইরাল হতে শুরু করেছে। গানের ভিডিওতে শুধুমাত্র পবন সিং নয় বরং আরো একজন অভিনেত্রী জনপ্রিয় হয়েছেন। এই গানের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এই গানে আপনারা ভোজপুরি দুনিয়ার অন্যতম অভিনেত্রী অক্ষরা সিংকে দেখা যাবে। তার সাথে রোম্যন্স করেছেন অভিনেতা পবন সিং।
অক্ষরা সিং এবং পবন সিং এর এই হট কেমিস্ট্রি সবাইকে রীতিমতো পাগল করে তুলেছে। এই গানটিতে দুজনেরই অসাধারণ রসায়ন দেখা গিয়েছে এবং তাদের রোমান্স দেখে মানুষ মুগ্ধ হয়ে গিয়েছেন। বারবার মানুষ এই ভিডিও দেখছেন কারণ এরকম রোম্যান্স মানুষ আগে দেখেননি কিন্তু। আমরা যে গানটির কথা বলছি সেটি হল হাম হ্যায় লন্ডন ওয়ালি। এই গানটিতে দুজনকেই বেশ রোমান্টিক মুডে দেখা গেছে। এই গানটি নেওয়া হয়েছে পবন সিং এর জনপ্রিয় ভোজপুরি ছবি মা তুঝে সালাম থেকে। এই গানটি গেয়েছেন পবন এবং অক্ষরা সিং। অন্যদিকে এই গানের কথা লিখেছেন মনোজ মতলবী এবং সংগীত পরিচালনা করেছেন অবিনাশ ঝা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ছবির তারকা কাস্টিং সম্পর্কে বলতে গেলে এই ছবিতে অভিনয় করেছেন পবন সিং মধু শর্মা অক্ষরা সিং সুরেন্দ্র পাল সিং। এই ছবিটি রিলিজ হয়েছিল ৬ নভেম্বর ২০২০ সালে। একটি ইউটিউব চ্যানেলে এই গানটি পোস্ট করা হয় এবং এখনো পর্যন্ত ১৪ লাখেরও বেশি মানুষ এই গানটি দেখেছেন। এই গানের ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন এবং সবাই এই গানটি বেশ পছন্দ করেছেন। এই মুহূর্তে অক্ষরা সিং এবং পবন সিং একসাথে কাজ করেন না। তবে তাদের দুজনের এই কেমিস্ট্রি এখনো মানুষের মনে একটা জায়গা তৈরি করে রয়েছে।