Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: ফাঁকা ঘরে কাজলের সঙ্গে চরম রোম্যান্স পবন সিংয়ের, দেখুন ঘরের দরজা বন্ধ করেই

রোজদিন একাধিক ভোজপুরি গানের ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হতে থাকে, যা মানুষ দেখতে বেশ পছন্দ করেন। পবন সিং এবং কাজল রাঘওয়ানির জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এতটাই বিখ্যাত যে দর্শকরা তাদের সিনেমা…

Avatar

রোজদিন একাধিক ভোজপুরি গানের ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হতে থাকে, যা মানুষ দেখতে বেশ পছন্দ করেন। পবন সিং এবং কাজল রাঘওয়ানির জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এতটাই বিখ্যাত যে দর্শকরা তাদের সিনেমা ও গানের জন্য রীতিমতো পাগল। তাদের জুটির এই কেমিস্ট্রির দৌলতে আজকের দিনে দাড়িয়ে কাজল ও পবনের এই জুটি নিরহুয়া ও আম্রপালির জুটিকেও টেক্কা দিচ্ছে। ভক্তরা কাজল রাঘবানির এক ঝলক পাওয়ার জন্য এতটাই মরিয়া যে, ইন্টারনেটে কার্যত লড়াই লেগে যায়। তবে এখন আবারও এই দুজনের একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় শুরু করেছে তোলপাড়, যা দেখে আপনিও পাগল হয়ে যাবেন।

সম্প্রতি এই জুটির একটি নতুন গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই গানটি হলো রিহালসাল করা দি। এই গানটিতে পবন সিং এবং কাজল রাঘবানীকে অত্যন্ত রোমান্টিক ভাবে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই ভাইরাল ভিডিওটি ভোজপুরি দুনিয়ার সবথেকে একটি সিনেমা থেকে নেওয়া হয়েছে। এই গানের ভিডিওতে হলুদ শাড়িতে দেখা যাচ্ছে কাজলকে। ভিডিওটি শুট করা হয়েছে তাদের দুজনের বেডরুমে। তাদের জুটির রসায়ন সোশ্যাল মিডিয়াতে সকলের বেশ পছন্দ হয়েছে বলা যেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গানটি গেয়েছেন ইন্দু সোনালী এবং পবন সিং। এই ভিডিওটি আজ থেকে প্রায় চার বছর আগে আপলোড করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওর জনপ্রিয়তা রয়েছে। এখনো পর্যন্ত আড়াই কোটি মানুষ এই ভিডিওটি দেখেছেন। এখনো এই ভিডিও সকলের প্লে লিস্টে রয়েছে। দেখে নেওয়া যাক ভিডিওটি।

About Author