Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: নায়িকাকে সোজা বিছানায় ঠেললেন পবন সিং, চাদরের ভিতরে ঝটাপটি, সিঙ্গেল ছেলেরা দেখলে কষ্ট পাবে

ভোজপুরি তারকা পবন সিংয়ের ভিডিও বা গান প্রতিদিনই আলোচনায় থাকে। এবার তার 'কেকরা সে মাঙ্গি' গানটি শিরোনাম হচ্ছে। এই ভিডিওতে তার সঙ্গে দেখা যাচ্ছে কাজল রাঘওয়ানিকে। কাজল রাঘওয়ানি এবং পবন…

Avatar

ভোজপুরি তারকা পবন সিংয়ের ভিডিও বা গান প্রতিদিনই আলোচনায় থাকে। এবার তার ‘কেকরা সে মাঙ্গি’ গানটি শিরোনাম হচ্ছে। এই ভিডিওতে তার সঙ্গে দেখা যাচ্ছে কাজল রাঘওয়ানিকে। কাজল রাঘওয়ানি এবং পবন সিং অনেক গুলি চলচ্চিত্র এবং গানের জন্য একসাথে কাজ করেছেন। দুজনের রসায়ন বেশ ভালো লেগেছে দর্শকদের। পবন সিংয়ের রোমান্সও দেখা গিয়েছে এই ভিডিওতে। আসলে গানটিতে নায়ক তার নায়িকার সঙ্গে রোমান্স করছেন। এরপর নায়িকা থেমে তাকে বাধা দেন। গানটি গেয়েছেন ইন্দু সোনালি এবং পবন সিং, যার কথা লিখেছেন সুমিত সিং। এখন পর্যন্ত এই ভিডিওটি ৮.২ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন।

ভোজপুরি সুপারস্টার পবন সিং এবং কাজল রাঘওয়ানির রসায়ন আপনি পর্দায় বহুবার দেখেছেন। তাদের রোমান্স সব সময়ই আলোচনায় থাকে। আরও একটি গান সামনে এসেছে, যেখানে তারা বিছানায় রোমান্স করেছেন। বিছানা ও সোফায় তাদের রোমান্স দেখে সবাই লজ্জায় চোখ বন্ধ করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটি শুরু হচ্ছে বিছানার দৃশ্য দিয়ে। চাদরের ভিতরে নায়ক নায়িকার রোমান্স। ক্রমে আরও জমাটি হতে থাকে এই ভিডিও। ফাঁকা বাড়ির সর্বত্র রোমান্স করেছেন দুজনে। নায়িকাকে ছাড়তেই চাইছেন না নায়ক। ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর মানুষ মন্তব্য করেছেন। লাইক পড়েছেন একুশ হাজারের বেশি। গানটা বছর তিন আগে ইউটিউবের এই চ্যানেলে পাবলিশ করা হয়েছিল।

About Author