Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উপাচার্যদের মতামত নিয়েই ইউজিসিকে সায় রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের

কলকাতা: ক্লাস শুরুর গাইডলাইন নিয়ে ইউজিসির মতকে সায় দিয়ে উপাচার্যদের মতামতকেই অগ্রাধিকার দিলো রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। কিছু দিন আগে ইউজিসির মতে সায় না দিলেও এবার সেই নিয়ে কোন নেতিবাচক…

Avatar

কলকাতা: ক্লাস শুরুর গাইডলাইন নিয়ে ইউজিসির মতকে সায় দিয়ে উপাচার্যদের মতামতকেই অগ্রাধিকার দিলো রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। কিছু দিন আগে ইউজিসির মতে সায় না দিলেও এবার সেই নিয়ে কোন নেতিবাচক মন্তব্য শোনা যায়নি রাজ্যের তরফে। ইউজিসির শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে প্রস্তাবিত গাইডলাইন এর সম্পর্কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান “ইউজিসির শিক্ষাবর্ষ শুরু নিয়ে গাইডলাইন দেখেছি। উপাচার্যদের মতামত চাওয়া হবে।

উপাচার্যদের মতামত শুনেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব।” গতকালই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে সেই নিয়ে বিস্তারিত গাইড লাইন দিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ট্যুইট করে জানান বর্তমান করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়া নিয়ে একটি রিপোর্ট দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর মধ্যে জানানো হয়েছে  ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে।  গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে ৩১ অক্টোবরের মধ্যে সব ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন “১৯৫৬ সালে ইউজিসি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা অবশ্য কোনওদিন দেখিনি ইউজিসি শিক্ষাবর্ষ শুরু নিয়ে গাইডলাইন দিয়ে দিচ্ছে। সাধারণত এগুলো বিশ্ববিদ্যালয়গুলির উপরেই ছেড়ে দেওয়া উচিত”।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে পরীক্ষা পিছানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পর্যন্ত লিখেছিলেন। শেষ পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার পক্ষে মতও দেয়। আর এসবের মাঝে এখনও পর্যন্ত সরকারিভাবে ইউজিসি গাইডলাইন বিশ্ববিদ্যালয়গুলি কে পাঠায়নি তাই আপাতত বিশ্ববিদ্যালয়গুলি অপেক্ষা করছে গাইডলাইনের।

About Author