Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PAN ও PRAN উভয়ের মধ্যে পার্থক্য কি? জানুন দুটি কার্ডের ব্যবহার এবং উপকারিতা

Pan ও Pran এই দুটি কার্ড ভারতের অনেক মানুষের কাছেই রয়েছে। দুটি কার্ডের নাম প্রায় একই রকম হলেও তাদের কাজ সম্পূর্ণ আলাদা। প্যান ও প্র্যান দুটি কার্ড তাদের নিজ নিজ…

Avatar

Pan ও Pran এই দুটি কার্ড ভারতের অনেক মানুষের কাছেই রয়েছে। দুটি কার্ডের নাম প্রায় একই রকম হলেও তাদের কাজ সম্পূর্ণ আলাদা। প্যান ও প্র্যান দুটি কার্ড তাদের নিজ নিজ জায়গায় আর্থিক উদ্দেশ্যে খুবই প্রয়োজনীয়। তাই অ্যাকাউন্ট নম্বর PAN হলো একটি ১০ সংখ্যার অনন্য নম্বর। অন্যদিকে স্থায়ী অবসর গ্রহণের অ্যাকাউন্ট নম্বর PRAN হলো ১২ সংখ্যার একটি অনন্য নম্বর। ভারতের প্রত্যেকটি করদাতার জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। অন্যদিকে জাতীয় পেনশন সিস্টেমে বিনিয়োগকারীদের জন্য PRAN কার্ড অত্যন্ত প্রয়োজনীয়।

PAN CARD

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আয়কর বিভাগ দ্বারা জারি করা PAN বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর হলো একটি ১০ সংখ্যার অনন্য নম্বর যা আদতে একটি আলফা নিউমেরিক নম্বর। সমস্ত করদাতাদের এই নম্বর ইস্যু করে থাকে আয়কর দপ্তর। সমস্ত লেনদেন এবং তথ্যের রেকর্ড পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই নম্বর অত্যন্ত প্রয়োজনীয়। আয়কর রিটার্ন ফাইল করা থেকে শুরু করে রিফান্ড দাবি করা এবং সংশোধিত রিটার্ন দাখিল করা সব কাজেই কিন্তু এই বিশেষ নম্বর আপনার প্রয়োজন হবে যা আয়কর দপ্তর নিজে জারি করে থাকে।

PRAN CARD

অন্যদিকে স্থায়ী অবসর একাউন্ট নম্বর হলো একটি বারো সংখ্যার নম্বর যেটি আপনি অবসর গ্রহণের সময় পাবেন। জাতীয় সিকিউরিটি ডিপোজিটারি লিমিটেড দ্বারা এই বিশেষ নম্বর জারি করা হয়। এর মাধ্যমে আপনি এনপিএস প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই নম্বরের অধীনে একজন ব্যক্তির দুই ধরনের এনপিএস একাউন্ট থাকতে পারে। সব ক্ষেত্রেই এই নম্বর কাজ করে। বিশেষ নম্বর ব্যবহার করে পেনশন তহবিল ট্র্যাক করা যেতে পারে ওই ব্যক্তির। পোর্টালে এই নম্বর ইন্টার করলেই গ্রাহকের সমস্ত ডিটেইল পাওয়া যায়। তবে এই নম্বর কিন্তু কোনভাবেই পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যাবে না।

About Author