বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।
উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় মুক্তি পেতেই মিডিয়ার পাতায় চর্চিত সিরিজটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপালাঙ্গ তোড় সিসকিয়ান উল্লুর বোল্ড সিরিজগুলির মধ্যে অন্যতম। সিরিজটি পুরোটাই শশুর ও বৌমার শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে। এক্ষেত্রে শশুরের সাথে ধীরে ধীরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বাড়ির বৌমা। বলাই বাহুল্য, এই সিরিজের প্রতিটি দৃশ্যই চূড়ান্ত বোল্ডনেসের ছাপ রেখেছে, যা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই সিরিজে নুর মালবিকা ও তারকেশ চৌহান একে অপরের বিপরীতে চূড়ান্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। উল্লেখ্য, গতবছরই এই সিরিজ উল্লুর পর্দায় ৫-ই আগষ্ট মুক্তি পেয়েছে।