Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Palak Tiwari: ২২ বছর বয়সে সাহসী লুক দেখালেন পলক তিওয়ারি, দেখেই ঘাম ঝরছে ভক্তদের

বলিউডে পা রাখার আগেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ২২ বছর বয়সী কন্যা পালক তিওয়ারি এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই তার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে, যা বেজায় পছন্দ…

Avatar

বলিউডে পা রাখার আগেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ২২ বছর বয়সী কন্যা পালক তিওয়ারি এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই তার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে, যা বেজায় পছন্দ হয়েছে তার ভক্তমহলের। কয়েকদিন আগেই নিজের ঘনিষ্ঠমহলের সাথে নিজের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন শ্বেতা কন্যা। জন্মদিন পালনের সেই সমস্ত ছবিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছিল নেটমহলে। তবে সম্প্রতি নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চার আলোয় শ্বেতা কন্যা।

শ্বেতা তিওয়ারি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সে নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে তার মেয়ে হিসেবে পালক যে সেলেব কিড হিসেবেই পরিচিত নেটদুনিয়ায়, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি নেহাতই কম সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো, তার ঝলক অবশ্য মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই একাধিক বোল্ড ফটোশুটে অংশ নিতে দেখা যায় তাকে, যার রীতিমতো রাতের ঘুম কাড়ে তার ভক্তদের। সম্প্রতি পালকের তেমনি ফটোশুটের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যার সূত্রেই চর্চায় তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ভাইরাল হওয়া পালকের সাম্প্রতিক লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে নেটজনতার অধিকাংশের কাছে। এই মুহূর্তে তার সেই লুকই তুমুল উষ্ণতা ছড়িয়েছে চারিধারে। ছবিতে অভিনেত্রী কন্যাকে ব্যাকলেস, জমকালো ব্রা-লেট ও সবুজ রঙের ঢিলা ঢালা প্যান্টে দেখা গিয়েছে। এই পোশাকে একেবারে মেসি লুক ক্যারি করেছেন তিনি। পাশাপাশি নিজের চোখে মুখে রেখেছিলেন আবেদনের ছাপও, যা তার ভক্তদের রাতের ঘুম করার জন্য যথেষ্ট। নেটদুনিয়ায় পালকের অনুরাগীরা তার এই সাম্প্রতিক রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন, তার ঝলক অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে। বলাই বাহুল্য, অভিনয় দুনিয়ায় পুরোপুরি আসার আগেই নেটনাগরিকদের উপর নিজের একটা আধিপত্য তৈরি করে ফেলেছেন শ্বেতা কন্যা পালক তিওয়ারি।

About Author