Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pakistan T20 World Cup: T20 বিশ্বকাপ উপলক্ষ্যে প্রকাশ্যে এলো পাকিস্তানের নতুন জার্সি, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

ক্রিকেটের ইতিহাসে ইতিপূর্বে এমন একাধিক ঘটনা ঘটেছে যা হাস্যরসিকতায় ভরিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি স্মরণীয় হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ…

ক্রিকেটের ইতিহাসে ইতিপূর্বে এমন একাধিক ঘটনা ঘটেছে যা হাস্যরসিকতায় ভরিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি স্মরণীয় হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও জার্সি প্রকাশ্যে আনা হয়নি। তবে আনঅফিসিয়ালি ভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সি প্রকাশ্যে এসেছে। যা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পরে রয়েছেন। অদ্ভুত সেই জার্সি সোশ্যাল মিডিয়ায় নজরে আসতেই রীতিমত ভাইরাল হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে বেশিরভাগ দল তাদের সেরা স্কোয়াড এবং চোখ ধাঁধানো জার্সি লঞ্চ করেছে। ভারতও রয়েছে সেই তালিকায়, নীল জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। কয়েকদিন পূর্বে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং হরমোন প্রীতকৌরের মত তারকা ক্রিকেটারদের নিয়ে ভারতীয় জার্সি লঞ্চ করেছে বিসিসিআই। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now


অন্যদিকে, পাকিস্তানের জার্সি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হাসির খোরাক হয়েছে নেট পাড়ায়। কারণ বেশ মজাদার, আসলে বাবর আজমকে যে জার্সি পরিহিত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে সেই জার্সির নকশা যেন হুবহু তরমুজের মতো। অর্থাৎ সবুজ রঙের কার সাজিতে সাজিয়ে তোলা হয়েছে পাকিস্তানের নতুন জার্সি। এমন অদ্ভুত জার্সি সোশ্যাল মিডিয়ায় চোখে পড়তেই ভাইরাল হওয়া শুরু হয়েছে। কারণ, নতুন জার্সিতে বাবর আজমের সাথে তরমুজের তুলনা করতে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেট প্রেমীরা। যা বেশ হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।


অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও প্রায় মাসখানেক সময় বাকি। আগামী ১৬ অক্টোবর থেকে বিশ্বকাপের শুভ উদ্বোধন হবে। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ২২ গজের মহারণে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখে নিন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্সেল প্যাটেল এবং আর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই: মোহাম্মদ সামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণুই এবং দীপক চাহার।

About Author